ঝালকাঠিতে পুলিশ সুপারের সাথে সাংবাদিকদের প্রেস ব্রিফিং
সফিকুল ইসলাম হিরু ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠিতে সাংবাদিকদের সাথে পুলিশ সুপারের প্রেসব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ মার্চ) সকাল সাড়ে ১১টায় পুলিশ সুপারের কার্যালয় কনফারেন্স কক্ষে পুলিশ সুপার মোহাম্মদ আফরুজুল হক টুটুল জেলার থানা পুলিশ ও চৌকস গোয়েন্দা শাখার মাধ্যমে উল্লেখযোগ্য পরিমান মাদক দ্রব্য তথা গাঁজা ও ইয়াবা সহ কতিপয় মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে আইনের আওতায় আনতে সক্ষম হওয়ার কিছু তথ্য উপাত্ত উপস্থাপন করেন।
পুলিশ সুপার প্রেসব্রিফিংএ জানান, ৫ মার্চ ২০২৩ ইং- জেলা গোয়েন্দা শাখার নেতৃত্বে কাঠালিয়া থানা এলাকায় অভিযান পরিচালনা করে কাঠালিয়া থানার অন্তর্গত দক্ষিণ চেচরী সাকিনস্থ মেসার্স শিকদার রাইচ মিল এর বন্ধ মিলের পিছনে ৭শত গ্রাম মাদক দ্রব্য গাঁজাসহ বাঁশবুনিয়া গ্রামের মোঃজাহাঙ্গীর হাওলাদারের পুত্র মোঃ রমজান ওরফে শাকিল হাওলাদারকে গ্রেফতার করে।
৬ মার্চ ২০২৩ ইং -জেলা গোয়েন্দা শাখার নেতৃত্বে নলছিটি থানা এলাকায় অভিযান পরিচালনা করে কামদেবপুর সাকিনস্থ মৃত আলতাব হাওলাদারের পুত্র মোঃ জুলহাস হাওলাদারকে ১১০ পিচ ইয়াবাসহ গ্রেফতার করে। ১৮ মার্চ ২০২৩ ইং -জেলা গোয়েন্দা শাখার নেতৃত্বে কাঠালিয়া থানা এলাকার অন্তর্গত উত্তর চেচরী গ্রামে অভিযান পরিচালনা করে মৃত সোহরাব হোসেন হাওলাদারের পুত্র মোঃ মিজানুর রহমানকে ৮ কেজি গাজাসহ গ্রেফতার করে।২২ মার্চ ২০২৩ ইং জেলা গোয়েন্দা শাখার নেতৃত্বে রাজাপুর থানা এলাকায় অভিযান পরিচালনা করে কানুদাশকাঠি গ্রামের মোঃ খলিলুর রহমান তালুকদারের পুত্র মোঃসাইফুল ইসলাম পায়েল তালুকদারকে ৪শত পিচ ইয়াবাসহ গ্রেফতার করা হয়েছে।১১ মার্চ ২০২৩ ইং কাঠালিয়া থানার নেতৃত্বে অভিযান পরিচালনা করে কাঠালিয়া মরিচবুনিয়া গ্রামে মৃত গনেশ চন্দ্র বেপারীর পুত্র রমেন বেপারীকে ২০৭ টি বিভিন্ন মাপের গাঁজা গাঁছসহ আটক করে ।২৮ মার্চ ২০২৩ ইং কাঠালিয়া থানার নেতৃত্বে অভিযান পরিচালনা করে ৫টি প্রমান সাইজের গাঁজা গাঁছ সহ হেতালবুনিয়া গ্রামের মো: স্বপন হাওলাদারের পুত্র মোঃহাসিব হাওলাদারকে গ্রেফতার করা হয়।৩১ মার্চ ২০২৩ইং কাঠালিয়া থানার নেতৃত্বে অভিযান পরিচালনা করে তালগাছিয়া গ্রামের মৃত বারেক হাওলাদারের পুত্র তরিকুল ইসলাম সজলকে ৩ হাজার ৫ শত ২২ পিচ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়।২ এপ্রিল ২০২৩ ইং নলছিটি থানার নেতৃত্বে ঢাকার হাতিরঝিল এলাাকায় অভিযান পরিচালনা করে বিশেষ দায়রা মামলা নং ৪৩৩/১৫ কোতয়ালী থানা মামলা নং ২৪(৭) ১১ এর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হত্যা মামলার আসামী নলছিটি থানার চৌদ্দবুড়িয়া গ্রামের মৃত আব্দুল মান্নান সিকদারের পুত্র মোঃ মিলন ওরফে চোপা মিলনকে গ্রেফতার করা হয়।৪ মার্চ ২০২৩ইং কাঠালিয়া থানার এসআই মোঃ সোলাইমান ইসলাম ও এ এসআই মোঃ হাফিজুর রহমান সাতক্ষিরা জেলার পাটকেলঘাটা থানার ত্রিশ মাইল এলাকায় অভিযান পরিচালনা করে জিআর মামলা নং- ০৫/০৬ (কাঠা) এর যাবজ্জীবন কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের কারাদন্ড প্রাপ্ত অপহরণ মামলার পলাতক আসামী ছোনাউটা গ্রামের তোতা মিয়ার পুত্র মোঃ নিজামকে গ্রেফতার করা হয়। এছাড়াও বিভিন্ন সময় বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে আসামী গ্রেফতার ও মালামাল উদ্ধার করা হয়।
প্রেস ব্রিফিংয়ে আরো জানানো হয়, সম্পত্তি সংক্রান্ত অপরাধ সংঘটনের সাথে সাথেই থানায় মামলা রুজু এবং দ্রুত আইনী পদক্ষেপের মাধ্যমে আসামী গ্রেফতার, মালামাল উদ্ধার ও অপরাধীকে আদালতে হস্তান্তর করে মামলার তদন্ত কার্যক্রম শেষ করেন।ঝালকাঠি জেলা পুলিশ সম্প্রতি বেশ কিছু সম্পত্তি সংক্রান্ত মামলা সফলতার সাথে নিষ্পত্তি করেছে। বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে সিধেঁল চোর, অটোরিক্সা চোর ও অভ্যাসগত অপরাধীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার কার্যক্রম চলমান রয়েছে। ঝালকাঠি জেলা পুলিশ অপরাধ প্রতিকারের পাশাপাশি প্রতিরোধেও তৎপর। শিশুরা যাতে গ্যাং কালচারে অন্তর্ভুক্ত হয়ে সহিংস ও অপরাদে জড়িয়ে না পড়ে সে লক্ষে থানা পুলিশ ও গোয়েন্দা শাখার টিম শহরের বিভিন্ন স্থানে মহড়া ও অভিযান পরিচালনা করে থাকে। গ্যাং কালচাররোধে প্রত্যেক বিটে ওপেন হাউস ডে, অপরাধ প্রতিরোধ সভা, বিট পুলিশিং কার্যক্রম চালু আছে। ছাত্র, ছাত্রীদের মধ্যে মাদক, সন্ত্রাসবাদ, জঙ্গীবাদ, বাল্যবিবাহ, যৌতুক বিরোধী মনোভাব গড়তে স্কুল, কলেজ ও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে সচেতনতামূলক সভা করা হয়। যেকোন ঘটনায় দ্রুত সাড়া দিতে বিট পুলিশিং কার্যক্রম সক্রিয় রয়েছে। এ ছাড়া জাতীয় জরুরী সেবা ৯৯৯ এর মাধ্যমে দ্রুত সেবা প্রদানে পুলিশ সচেষ্ট থাকে।
পুলিশ সুপার সাংবাদিকদের উদ্দেশ্যে আরো বলেন, “বর্তমান সরকারের চাহিদা মতো একটি মাদক, সন্ত্রাস, জঙ্গীবাদ মুক্ত আদর্শ তথা উন্নত দেশ গড়তে সাংবাদিকদের সহযোগীতা কামনা করছি। তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে আরো বলেন, আপনারা বস্তুনিষ্ঠ তথ্য দিয়ে পুলিশের কাজে সহযোগীতা করবেন। অপরাধ দমনে প্রয়োজনীয় তথ্য উপাত্ত দিলে গোপনীয়তা রক্ষা করে পুলিশ দ্রুত ব্যবস্থা গ্রহন করবে।”