ঝালকাঠি'তে পরকীয়া প্রেমের কারণে স্বামী কর্তৃক স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা করা হয়।
সফিকুল ইসলাম হিরু ঝালকাঠি প্রতিনিধি:
আজ ১৫/০৫/২০২৩ তারিখ ১০:৩০ ঘটিকায় ঝালকাঠি জেলা শহরস্থ ইকোপার্ক এলাকায় পরকীয়া প্রেমের কারণে স্বামী মোঃ আলী ইমাম খান (৩২), পিতা: মোঃ দিলদার হোসেন খান, সাং: ফকির বাড়ি, ০৯নং ওয়ার্ড, ঝালকাঠি পৌরসভা, ঝালকাঠি কর্তৃক স্ত্রী সায়মা পারভীন (২০), পিতা: শাহাদাত তালুকদার, সাং: ফকির বাড়ি, ০৯নং ওয়ার্ড, ঝালকাঠি পৌরসভা, ঝালকাঠি'কে ছুরি দ্বারা কুপিয়ে হত্যা করে ইকোপার্কের দক্ষিণ পাশে ফেলে রেখে চলে যান।
সদর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশ থানায় নিয়ে যাওয়ার প্রস্তুতি চলছে। ঘাতক স্বামী থানা পুলিশের হেফাজতে আছেন। এ বিষয়ে পুলিশ কর্তৃক আইনগত পদক্ষেপ গ্রহণ প্রক্রিয়াধীন।
জানা যায়, ০২ সেপ্টেম্বর ২০২১ তারিখ তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন। বিবাহের ০৩ মাস পর থেকে স্ত্রী সায়মা পরকীয়া প্রেমে জড়িয়ে পরেন। উক্ত পরকীয়া বিষয়ো তার স্বামী ইমরান একাধিক বার নিষেধ করা সত্ত্বেও সায়মা না শোনার কারণে অদ্য ইং তারিখ ইকোপার্কে সায়মাকে ডেকে আনেন। ঘটনাস্থলে সায়মা সকাল ৯টা ৪৫ ঘটিকায় উপস্থিত হইলে স্বামীর সাথে পরকীয়ার বিষয়ে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে আসামি জানান, তার প্যান্টের পকেটে থাকা ছুড়ি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে স্ত্রীকে হত্যা করেন এবং তার নিজস্ব ফেসবুক আইডিতে স্ট্যাটাস দিয়ে তার অপরাধের কথা জানান। জানা যায় যে উক্ত আসামী আলী ইমাম খান ঝালকাঠি জেলা ছাত্রলীগের সহ-সভাপতি।