সফিকুল ইসলাম হিরু ঝালকাঠি প্রতিনিধি:
আজ ১৮/০৬/২০২৩ তারিখ ১০:৩০ থেকে ১১:১০ ঘটিকা পর্যন্ত ঝালকাঠি জেলা শহরস্থ ঝালকাঠি টেলিভিশন সাংবাদিক ফোরাম কার্যালয়ের সামনে বর্ণিত সাংবাদিক ফোরামের উদ্যোগে বাংলা নিউজ টোয়েন্টি ফোর ডট কম এর জামালপুর প্রতিনিধি সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যার বিচার দাবীতে মানববন্ধন (৩০/৩৫) অনুষ্ঠিত হয়। উক্ত মানববন্ধনে নেতৃত্ব প্রদান করেন জনাব আজমীর তালুকদার, সভাপতি, টেলিভিশন সাংবাদিক ফোরাম, ঝালকাঠি।
এ সময় বক্তগণ নাদিম হত্যাকাণ্ডে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান, এবং ভবিষ্যতে কোন সাংবাদিকদের বিরুদ্ধে কোন প্রকার হামলা মামলা সহ সমাজে ছোট্ট করার মতো কোনো কাজ কেউ যেন করার সাহস না পায় সে বিষয়ে হুশিয়ারি দিয়েছে তাহলে এর চাইতে আরো কঠোর ব্যবস্থা নেওয়া হবে।