ঝালকাঠি'তে জেলা ও উপজেলা প্রশাসনের আয়োজনে বাংলা নববর্ষ-১৪৩০ উদযাপন করা হয়।
সফিকুল ইসলাম হিরু ঝালকাঠি প্রতিনিধি:
আজ ১০:০০-১২:৩০ ঘটিকা পর্যন্ত ঝালকাঠি জেলা শহরস্থ কালেক্টরেট চত্বর থেকে জেলা প্রশাসনের আয়োজনে বাংলা নববর্ষ-১৪৩০ উদযাপন উপলক্ষ্যে বর্ণাঢ্য র্যালী ও মঙ্গল শোভাযাত্রা (২০০/২৫০) বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মুক্ত মঞ্চে এসে শেষ হয়।
উক্ত বর্ণাঢ্য র্যালী ও মঙ্গল শোভাযাত্রায় স্থানীয় সাংসদ, জেলা প্রশাসক, পুলিশ সুপার, জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, সরকারী বেসরকারী বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীগণ, স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিকসহ নানান শ্রেণী-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
পরবর্তীতে ঝালকাঠি জেলা শহরস্থ মুক্ত মঞ্চে অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ব্যক্তিবর্গ বাংলা নববর্ষ পালনের ইতিহাস ও তাৎপর্য উল্লেখ করে বক্তব্য প্রদান করেন। অতঃপর সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানসমূহে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আমির হোসেন আমু, এমপি, ঝালকাঠি-০২ এবং সভাপতিত্ব করেন জনাব ফারাহ্ গুল নিঝুম, জেলা প্রশাসক, ঝালকাঠি।
অনুরূপভাবে জেলার সকল উপজেলায় সংশ্লিষ্ট উপজেলা প্রশাসনের আয়োজনে বাংলা নববর্ষ শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে।