সফিকুল ইসলাম হিরু ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠি সদর থানাধীন ২নং বিনয়কাঠি ইউনিয়নের ৪নং ওয়ার্ডস্থ গগন ফকিরবাড়ি এলাকায় গতকাল ২১ জানুয়ারি ২০২৪ খ্রিঃ বিকালে ভিকটিমদের গরুতে কলই শাক খাওয়ার জের ধরে অদ্য ২২ জানুয়ারি ২০২৪ খ্রিঃ দুপুর আনুঃ ১৩.৩০ ঘটিকার সময় দুই পক্ষের মধ্যে লোহার রড দিয়ে মারামারির ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের বক্তব্যের প্রেক্ষিতে অভিযুক্ত একই গ্রামের একই পরিবারের খোকন, আসিফ ও সত্তারদ্বয় ভিকটিম ১। বজলুর রহমান, পিতাঃ আনসার উদ্দিন, ২। মজিবর খলিফা, পিতাঃ আনসার উদ্দিন, ৩। মোশারফ খলিফা, পিতাঃ আনসার উদ্দিন, ৪। নাজমা বেগম, স্বামীঃ মোশারফ হোসেন, ৫। তাসলিমা বেগম, স্বামীঃ মজিবর খলিফাদের রড দিয়ে মাথায় ও শরীরের বিভিন্ন জায়গায় গুরুতর আঘাত করে।
স্থানীয় লোকজন ভিক্টিমদের সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার প্রাথমিক চিকিৎসা শেষে তিনজনকে হাসপাতালে ভর্তি করেন এবং নাজমা বেগম ও তাসলিমা বেগমকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।