আজ ২১-০৫-২০২৩ইং তারিখ ৬:৩০ ঘটিকায় ঝালকাঠি সদর উপজেলাধীন পোনাবালিয়া ইউনিয়নস্থ ৬৫নং বাওতিতা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বর্ণিত ইউনিয়নের ০৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলনে নতুন কমিটি গঠন নিয়ে বর্ণিত ওয়ার্ডের ইউপি সদস্য ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন সোহাগ এবং নতুন কমিটিতে পদপ্রত্যাশী ওয়ার্ড যুবলীগের সহ-সভাপতি মাহাবুব হাওলাদারের গ্রুপের মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের ৭থেকে ৮ জন আহত হয়। উক্ত সংঘর্ষে সোহাগ গ্রুপের ৪থেকে৫ জন ও মাহবুব গ্রুপের ২থেকে৩জন আহত হয়। সোহাগ গ্রুপের ২ জন ঝালকাঠি সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আহতদের অবস্থা আশঙ্কামুক্ত। জানা যায়, মাহবুব হাওলাদার নব্য আওয়ামী লীগ সমর্থক। তিনি ঝালকাঠি সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাফিজ আল মাহমুদের অনুসারী। মাহবুব পোনাবালিয়া ০৪নং ওয়ার্ডের ইউপি সদস্য নির্বাচনে আওয়ামী লীগের সমর্থন প্রত্যাশী। মূলত কমিটির সম্মেলন চলাকালীন সময়ে সোহাগ গ্রুপের কয়েকজন নেতাকর্মী মাহবুবকে উদ্দেশ্য করে বিএনপি মতাদর্শী বলে মন্তব্য করায় সম্মেলন শেষে ক্ষিপ্ত হয়ে সোহাগ গ্রুপের উপর মাহবুব হামলা চালায়। বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঝালকাঠি সদর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে আইনগত পদক্ষেপ গ্রহণ প্রক্রিয়াধীন।