ঝালকাঠিতে একাধিক সাজা পরোয়ানাসহ মোট ১৫ টি পরোয়ানার আসামী সামান্তা আক্তার আটক
সফিকুল ইসলাম হিরু ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাটিতে ১৫টি পরোয়ানাভুক্ত আসামি সামান্তা আক্তারকে আটক করেছে জেলা পুলিশ। ৬ মে শনিবার
পুলিশ সুপার মোহাম্মদ আফরুজুল হক টুটুল'র নিদের্শক্রমে সদর ওসি নাসির উদ্দিন সরকার'র টিম অভিযান পরিচালনা করে সামান্তা আক্তারকে আটক করে। সামান্তা আক্তার',র বিরুদ্ধে তিনটি সাজা পরোয়ানা সহ মোট ১৫ (পনের) টি পরোয়ানা রয়েছে। আসামী সামান্তা আক্তার সুমী জেলার সদর উপজেলার নৈকাঠী এলাকার আঃমন্নান'র মেয়ে ও সাইদুর রহমানের স্তর্ী।