ঝালকাঠি’তে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সফিকুল ইসলাম হিরু ঝালকাঠি প্রতিনিধি:
আজ ১৭:১০-১৭:৩০ ঘটিকা পর্যন্ত ঝালকাঠি জেলাধীন কাঠালিয়া সদর ইউনিয়ন পরিষদের সামনে কাঠালিয়া উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিএনপি-জামায়াতের ষড়যন্ত্র ও নৈরাজ্যের বিরুদ্ধে এবং বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্র নায়ক শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত রাখার দাবীতে মানববন্ধন (৫০/৬০) অনুষ্ঠিত হয়। উক্ত মানববন্ধনে নেতৃত্ব প্রদান করেন জনাব বিমল চন্দ্র সমাদ্দার, সভাপতি (ভারপ্রাপ্ত), উপজেলা আওয়ামী লীগ, কাঠালিয়া।
এ সময় বক্তারা দেশব্যাপী বিএনপি-জামায়াতের সন্ত্রাস ও নৈরাজ্য প্রতিহত করে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে দলের সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। মানববন্ধন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।