ঝালকাঠিতে অগ্নিকান্ডের পুড়ে যাওয়া দোকানির পাশে দান সেবা সংঘ।
মো জাহিদ, ঝালকাঠি প্রতিনিধি
ঝালকাঠি সদর উপজেলার নথুল্লাবাদ ইউনিয়নের দিবাকরকাঠি গ্রামে অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া চা দোকানি সেলিম সরদারকে দুই ভান ডেউটিন উপহার দিলেন সেচ্ছাসেবী সংগঠন দান সেবা সংঘ। আজ বিকেলে নথুল্লাবাদ ইউনিয়নের চাকলা বাজারে ডেউটিন উপহার দেওয়ার সময় উপস্থিত ছিলেন ঝালকাঠির আলোচিত মানবিক সবির হোসেন সহ অত্র ইউনিয়নের দান সেবা সংঘ এর সদস্য বিন্দু। এসময় সবির হোসেন বলেন, মানবিক সেচ্ছাসেবী কাজে যদি কখনো কারো প্রয়োজন হয় আমাকে জানাবেন যত সম্ভব আমি আপনাদের পাসে থাকবো।
এসময় চা দোকানি সেলিম সরদার বলেন কিছু দিন আগে আমার ৫ জনার সাংসার চালানোর এক মাত্র উপার্জন হলো এ-ই দোকান আগুনে পুড়ে ছাই হয়ে যায়! আমি হতাশায় ভুগছিলাম কোথায় যাবো কি ভাবে সংসারে হাল ধরবো এমনি সময় দান সেবা সংগঠনের সদস্য মো রাসেল মাঝির কাছে যানাই আজ আমি আনন্দিত আমার দোকানের টিন পেয়ে যাতে আবারো আমি একটু চাল চুলা দিয়ে দোকানটি গড়ে তুলতে পারব।
এসময় দান সেবা সংঘ এর প্রতিষ্ঠা পরিচালক রোমান বিশ্বাসের সাথে মুঠো ফোনে এ বিষয় জানতে চাইলে বলেন, দান সেবা সংঘ একটি অরাজনৈতিক সংগঠন এ সগঠনটি সবসময় অসহায় মানুষের পাসে আছে এবং থাকবে। আগুনে পুড়ে যাওয়া চা দোকানি সেলিম সরদারকে আমরা আপাততঃ ২ ভান ডেউটিন উপহার দিলাম পরবর্তীতে তার দোকানের আরো কিছু মালামাল কিনে দিবো, যাহাতে তার পরিবার নিয়ে আবার আগের মতোই সচ্ছল হতে পারে।