মো: হানজালা শার্শা,যশোর প্রতিনিধি।
যশোর সদর উপজেলার আরবপুর ইউনিয়নের গাজীর বাজার ইউনিটের জামাত কর্মীও বিশিষ্ট সেনেটারি ব্যবসায়ী আমিনুল ইসলাম সজলকে ৪ নভেম্বর এশার নামাজ পড়তে যাওয়ার পথে, কয়েক জন সন্ত্রসী তাকে কুপিয়ে যখম করে। অন্য মুসাল্লিরা দেখতে পেয়ে যশোর ২৫০ শয্যা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
আমিনুল ইসলাম সজলের হত্যার প্রতিবাদে ০৮/১১/২৪( শুক্রবার) যশোর জেলা পশ্চিমের শার্শা উপজেলার জামাত ইসলাম ও ইসলামি ছাত্রশিবির একটি বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করে।উক্ত সমাবেশে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা আজিজুর রহমান ও যশোর জেলা পশ্চিমের আমীর মাওলানা হাবিবুর রহমান আরও উপস্হিত ছিলেন জামাত ইসলামের শার্শা থানার আমীর অধ্যাপক ফারুক হাসান। এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের শার্শা থানার সভাপতি মো: আবুজার সহ জামাত- শিবিরের অন্যন্য নেতৃবৃন্দ।