জান্নাতুল মাওয়া ক্যাডেট মাদরাসা আভিভাবক সমাবেশ অনুষ্ঠিত
আব্দুল কাইউম
২০১৪ সাল থেকে যাত্রা শুরু করে জান্নাতুল মাওয়া মাদরাসা টি সুনামের সাথে এগিয়ে যাচ্ছে প্রতি বছর এই প্রতিষ্ঠানটির শিক্ষার্থী পাবনা সুনামধন্য স্কুলে মেধা তালিকায় সুযোগ পাচ্ছে।
এই ধারাবাহিকতা অব্যাহত রাখত
প্রতি বছর ন্যায় ৯ ডিসেম্বর সকালে পাবনা সদর এর কাশিপুর বটতলা স্কুল চত্বরে বার্ষিক ফলাফল ঘোষনা ও বিশেষ অভিভাবক সমাবেশে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী এ এইস এম শামস তাবরীজ, বিশেষ অতিথি ছিলেন পৌর কর্মকর্তা আব্দুল লতিফ, বিশিষ্ট ব্যবসায়ী আবুল হাসেম, ও সহকারী শিক্ষক মুন্নি খাতুন ও দৈনিক রূপবানী পত্রিকার স্টাফ রিপোর্টার্স আলাউদ্দিন বিন কাশেম সহ অভিভাবক বৃন্দ।
আলচনায় বক্তব্যে সুধীজনেরা স্কুলের উন্নয়নে শিক্ষা দানের কৌশল আরও যুগোপযোগী করতে শিক্ষকদের আরও তৎপর হওয়ার পরামর্শ দেন ও শিশুদের মননশীল চর্চা বৃদ্ধি করতে শিক্ষক এর পাশাপাশি অভিভাবক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখারও আশাবাদ ব্যক্ত করেন তাঁরা।
জানা যায় ২০২৪ সালে এস্ট্রাস পৌর প্রথমিক বিদ্যালয়ে প্রাক প্রাথমিক শ্রেণির ভর্তি পরীক্ষায় ৯ জন শিক্ষার্থী মেধা তালিকা উত্তীর্ণ হয়েছে।