জানাজার সালাতের পর চিরনিদ্রায় শায়িত হলেন গৌরসার নজিমউদ্দিন বাড়ির নিবাসী মোঃ আলী হোসেনের দ্বিতীয় পুত্র মোহাম্মদ আনিসুর রহমান।
মোঃ তোফায়েল আহমেদ দেবিদ্বার কুমিল্লা প্রতিনিধি।
কুমিল্লার দেবিদ্বার উপজেলার ৭ং এলাহাবাদ ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ড গৌরসার গ্রামের অদ্য জোহর সালাতের পর গৌর সার কেন্দ্রীয় ঈদগা মাঠে মোঃ আলী হোসেনের দ্বিতীয় পুত্র মোঃ আনিসুর রহমানের জানাজার সালাত অনুষ্ঠিত হয়।জানাজার সালাতে ইমামতি করেন, কুমিল্লা জেলা জমিয়তে আহলে হাদিসের সহ-সভাপতি, মাওলানা মোঃ মাহবুবুর রহমান, জানাযার পূর্বে, মাইয়াতের ভাই মোঃ আমির হোসেন, কোরআন ও সহি হাদিসের আলোকে, সুন্দর বক্তব্য রাখেন, ও মাইয়াতের মামা, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, ঢাকা তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার মুহাদ্দিস জনাব মাওলানা মিজানুর রহমান, মানুষ যখন মারা যায় তখন তার তিনটি আমল জারি থাকে, এবং রুহ সম্পর্কে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা রাখেন।মূল্যবান বক্তব্য রাখেন; কুমিল্লা জেলার সহ-সভাপতি মাহবুবুর রহমান অতি সংক্ষিপ্ত পরিসরে সামান্য কিছু আলোচনা করেন পরিশেষে মাইয়াতের আব্বা জনাব মোঃ আলী হোসেন বক্তব্য রাখেন।জানা যায় দূরদূরান্ত থেকে অনেক উলামায়ে কেরাম গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন। মাদ্রাসা দারুল হাদিস সালাফিয়া শিক্ষক, মাওলানা মোঃ মিজানুর রহমান জানাজায় উপস্থিত ছিলেন। গৌরসার গ্রামের অনেক গণ্যমান্য ব্যক্তি যারা ঢাকায় অবস্থান করেছিলেন তারাও জানাজায় অংশগ্রহণ করেন।এবং এলাহাবাদ ডিজে এস দাখিল মাদ্রাসার হেফজ শাখার সকল ছাত্র জানাজায় উপস্থিত ছিলেন। বিশেষ করে গৌর সার এলাহাবাদ, বারোর সকল গণ্যমান্য ব্যক্তিবর্গ। ও বিভিন্ন জায়গা থেকে মাইয়াতের জানাজায় অংশগ্রহণ করেন তথ্যসূত্র জানা যায়,মরহুম আনিসুর রহমান নিমোনিয়ায় আক্রান্ত হয়ে ঢাকার একটি হসপিটালে শেষনিঃশ্বাস ত্যাগ করেন। মরহুম আনিসুর রহমানের ফ্যামিলিতে রয়েছে তার সহধর্মিণী, এবং একটি পুত্র সন্তান, আনিসুর রহমান দীর্ঘদিন প্রবাসে ছিলেন, এবং কয়েক বছর যাবৎ দেশে অবস্থান করেন। আনিসুর রহমানের মৃত্যু কালে বয়স হয়েছিল (৩৫) বছর। পরিশেষে জানাযার সালাত শেষ করার পর গৌর সার নজিমুদ্দিন পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হয়।