মোঃ শামীম হোসেন -খুলনা বিভাগীয় প্রতিনিধিঃ- জাতীয় শোক দিবস ১৫ আগষ্ট উপলক্ষ্যে বুধবার ৩০ আগষ্ট সকাল ১০টায় বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ও স্মৃতি পাঠাগার চালনা পৌরসভা ও দাকোপ উপজেলা কার্যালয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়। বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ও বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগার চালনা পৌরসভা ও ডঃ প্রশান্ত কুমার রায় সমর্থক গোষ্ঠীর আয়োজনে
চক্ষু চিকিৎসা ক্যাম্পের শুভ উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সচিব ডঃ প্রশান্ত কুমার রায়। ক্যাম্পে প্রত্যন্ত অঞ্চলের অনেক দরিদ্র ও হতদরিদ্র পরিবারের রুগীরা বিনামূল্যে চোখ পরিক্ষা করান। চিকিৎসা সেবা দেন খুলনা কমিউনিটি আই হসপিটালের চিকিৎসক ডাঃ মাসুম বিল্লাহ ও ডাঃ বেবী নাজনিন।