জাগ্রত সাংবাদিক সংগঠন (জে এস এস) এর ২১ সদস্য বিশিষ্ট বাগেরহাট জেলা কমিটি ঘোষণাঃ
মোঃ হাফিজুর রহমান : বাগেরহাট জেলা প্রতিনিধি
জাগ্রত সাংবাদিক সংগঠন (জে এস এস) এর ২১ সদস্য বিশিষ্ট বাগেরহাট জেলা কমিটি ঘোষণা করা হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (১৬ ই জানুয়ারি ২০২৪) অনলাইন ভার্চুয়াল মিটিং এর মাধ্যমে সাধারণ সভা অনুষ্ঠিত হয়। বিশিষ্ট সাংবাদিক ও সংগঠক মোঃসিরাজুল ইসলাম সভাপতিত্বে ও সাংবাদিক আবু তালেব (প্রতিষ্ঠাতা, জাগ্রত সাংবাদিক সংগঠন) এর সঞ্চালনায় উক্ত ভার্চুয়াল মিটিং অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে বাগেরহাট জেলা কমিটি- (২০২৪-২৫) এর জন্য নির্বাচিতরা হলেন:আব্দুল্লাহ ফারুক(সভাপতি),মোঃ আবু বকর সিদ্দিক(সহ-সভাপতি), খান আশিকুজ্জামান(সাধারন সম্পাদক), হাফিজুর সরদার(যুগ্ম সাধারন সম্পাদক),আতিয়ার রহমান(সাংগঠনিক সম্পাদক),আর, জে সুমন(অর্থ সম্পাদক), মল্লিক শেখ জামান(আইন বিষয়ক সম্পাদক),লায়লা সুলতানা(মহিলা বিষয়ক সম্পাদক), শেখ নাঈম ইসলাম রাতুল (আইটি সম্পাদক), মোঃ খালিদ হাসান (প্রচার সম্পাদক),সরদার মহিদুল ইসলাম(দপ্তর সম্পাদক), উজ্জ্বল কুমার দাস(সমাজ কল্যান সম্পাদক), এস,কে বাদশা(প্রকাশনা সম্পাদক), আকাশ কুমার(ধর্ম বিষয়ক সম্পাদক)শেখ মেহেদী হাসান জিকো(আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক), সাইফুল আলম(প্রশিক্ষন সম্পাদক),মোঃ রাজু তালুকদার(তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক),মোঃ মোশাররফ হোসেন(ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক),কামরুল ইসলাম টুটুল(সদস্য), অতনু চৌধুরী রাজু (সদস্য) , এস, এম হুমায়ুন (সদস্য)।
জাগ্রত সাংবাদিক সংগঠন(জে এস এস) এর বাগেরহাট জেলা কমিঠির নবনির্বাচিত নেতৃবৃন্দ’কে নানান শ্রেণী-পেশার মানুষ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। নেতৃবৃন্দও সকলের দোয়া ও আর্শীবাদ কামনা করেছেন।