মোঃ খাইরুজ্জামান সজিব, সিনিয়র স্টাফ রিপোর্টার
জয়পুরহাটে একটি ছাত্রাবাসে ১৫০ কেজি গাঁজাসহ ০২ জন কুখ্যাত মাদক ব্যবসায়ী আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৫) এর সদস্যরা। বুধবার (০৬ সেপ্টেম্বর) দুপুর ১২টায় জয়পুরহাট র্যাব ক্যাম্পের হলরুমে সংবাদ সম্মেলন এসব তথ্য জানিয়েছেন র্যাব-৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রিয়াজ শাহরিয়ার।
আটকতকৃতরা হলেন, শহরের চিত্রাপাড়ার বাসিন্দা আবু বক্কর সিদ্দিকের ছেলে সাব্বির হোসেন (৩০) ও একই এলাকার মৃত খলিল মন্ডলের ছেলে রতন মন্ডল (৩২) বলে জানা গেছে। তবে তারা কেউ শিক্ষার্থী নয়।
এসময় লেফটেন্যান্ট কর্নেল রিয়াজ শাহরিয়ার বলেন, মঙ্গলবার রাত আড়াইটার দিকে শহরের চিত্রাপাড়া এলাকার তামিম ছাত্রাবাসে অভিযান চালানো হয়। ওই ছাত্রাবাসের একটি তালাবদ্ধ রুমে খুলে ১৫০ কেজি গাঁজাসহ দুইজন কুখ্যাত মাদক ব্যবসায়ী আটক করা হয়েছে। এ ঘটনার সাথে আরও কেউ জড়িত থাকলে তাদেরও আইনের আওতায় আনা হবে।
তিনি আরো বলেন, বিভিন্ন এলাকা হতে সংগ্রহ করে আইনশৃঙ্খলা বাহিনীর চোখকে ফাঁকি দিয়ে বিক্রয়ের জন্য জব্দকৃত গাঁজা নিজ হেফাজতে রাখেন। দীর্ঘদিন যাবৎ এসব গাঁজা জয়পুরহাটসহ দেশের বিভিন্ন এলাকায় ক্ষুদ্র মাদক ব্যাবসায়ীর নিকট গাঁজা বিক্রয় করে আসছে। এ ঘটনায় জয়পুরহাট থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
এসময় উপস্থিত ছিলেন জয়পুরহাট র্যাব ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সিনিয়র সহকারি পুলিশ সুপার রফিকুল ইসলাম ও স্কোয়াড কমান্ডার ইমদাদ হোসেনসহ র্যাবের সদস্যরা।