জমি সংক্রান্ত বিরোধের জের ধরে পাবনায় বসতবাড়ি ভাঙচুর, গুরুতর জখম
পাবনা জেলা প্রতিনিধি।
জমি সংক্রান্ত বিরোধের জের ধরে কালু (৩৭) ও তার ভাই তরুণের উপর হামলার অভিযোগ উঠেছে। হামলার সময় তার মা মর্জিনা বেগম ঠেকাতে এলে তাকে মারধর করে হামলাকারীরা। ঘটনাটি ঘটেছে পাবনা পৌরসভার ১২ নং ওয়ার্ডের চকপৌলানপুর নয়নামতি এলাকায়। ভূক্তভোগী কালু ও তাঁর ভাই তরুণ বর্তমানে তারা পাবনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে।
ভুক্তভোগী তরুণ ও তার পরিবারের অভিযোগ জোর জুলুম করে তাদের বসতবাড়ি জমি দখলে নিয়েছে সুইট ও তার বাহিনী ।
তাদের মারধর ও ঘরবাড়ি ভাঙচুরসহ তাদের জীবন নাশের হুমকি প্রদান করা হয় তারা এলাকার প্রভাবশালী ও সন্ত্রাসী প্রকৃতির লোক ।
ঘটনাটি ঘটেছে পাবনা পৌরসভার ১২ নং ওয়ার্ডের চকপৌলানপুর নয়নামতি এলাকায় পাবনা সদর জেলা-পাবনা। ভুক্তভোগীর অভিযোগ সূত্রে জানা যায়, বিবাদীগনের সাথে দীর্ঘদিন যাবত জায়গা জমি নিয়ে বিরোধিতা চলছিলো
বিরোধিতার এক পর্যায় গত (১৫ ই নভেম্বর) তারিখে বিবাদীগন পূর্ব পরিকল্পিতভাবে লাঠিসোটা,লোহার বড়, হাতুড়ি সহ দেশীয় অস্ত্র নিয়ে তরুণের বসত বাড়িতে এসে অকথ্য ভাষায় গালিগালাজ করে, তরুণ গালিগালাজ করতে নিষেধ করলে তরুণের ওপর হামলা করে সুলতান পিতা মৃত রজব আলী, আহাত পিতা মৃত সুবহান, সুইট পিতা মৃত আব্দুল কুদ্দুস সেন্টু, সাদ্দাম ,এক পর্যায় তরুণের মা ও স্ত্রী এগিয়ে আসলে তাদেরকেও মারধর করা হয়।
অশ্লীল ভাষায় গালিগালাজ ও ভয়-ভীতি প্রদর্শন সহ ও জীবন নাশের হুমকি প্রধান করা হয়। এ বিষয়ে অভিযোগ কারী তরুণ ও তার বড় ভাই কালু শনিবার ( ১৬ই নভেম্বর ) বলেন, বিবাদী গন অনেক ক্ষমতাধর ও খারাপ প্রকৃতির লোক, তারা যে কোনো সময় আমার এবং আমার পরিবারের বড় ধরনের ক্ষতি করতে পারে,পরিশেষে তিনি ন্যায় বিচারের দাবি জানান প্রশাসনের নিকট।
এই বিষয়ে প্রতিবেদক
বিবাদী পক্ষের কাছে জানতে চাইলে বিবাদী পক্ষের সুলতান বলেন , আমরা তাদেরকে কোনরকম মারধর করি নাই এগুলো সব মিথ্যা ও বানোয়াটি কথা। আমাদেরকে হয়রানি করার জন্য তারা এরকম মিথ্যা অভিযোগ তুলছেন।
এ বিষয়ে পাবনা সদর থানার অফিসার ইনচার্জ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম বলেন, আপনাদের মাধ্যমে আমরা ঘটনাটি শুনলাম ভুক্তভোগী আমাদের কাছে অভিযোগ দিলে সুষ্ঠু তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।