বাবুল হোসেন, বিশেষ প্রতিনিধি: জমকালো আয়োজনের মধ্য দিয়ে গতকাল কবি পরিমল সরকার ভুলু'র প্রথম কাব্যগ্রন্থ রঞ্জনা বইয়ের মোড়ক উন্মোচন ময়মনসিংহের গ্রীণ অরণ্য পার্কের একটি হলরুমে অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএডিসি, জামালপুর এর অবসরপ্রাপ্ত যুগ্ম পরিচালক খগেন রায়। মোড়ক উন্মোচক হিসেবে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব ওয়াজেদ ফারুক তালুকদার। বিশেষ অতিথি ও অন্যান্যদের মধ্যে ছিলেন মুক্তাগাছা আরকে সরকারী উচ্চ বিদ্যালয় এর সাবেক প্রধান শিক্ষক কৃষিবিদ নজরুল ইসলাম, অবসরপ্রাপ্ত সোনালী ব্যাংক কর্মকর্তা, আশিষ দাস ও আতাউর রহমান প্রমূখ। অনুষ্ঠান পরিচালনা ও উপস্থাপনা করেন কথা পাবলিশার্স এর প্রকাশক, গবেষক ও সাংবাদিক রাশিদুল আলম শিমুল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যাগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক কবি ও নাট্যকার পার্থ সারথী তাপস। মোড়ক উন্মোচন শেষে কবি পরিমল সরকার বুলু "রঞ্জনা" কাব্যগ্রন্থ থেকে কবিতা পাঠ করেন।