জব্বারের বলীখেলায় আবারও চ্যাম্পিয়ন কুমিল্লার শাহজালাল বলী
মাসুদ পারভেজ
ঐতিহ্যবাহী জব্বারের বলী খেলার এবারের আসরে চ্যাম্পিয়ন হয়েছেন কুমিল্লার শাহজালাল বলী। তিনি গতবারের চ্যাম্পিয়ন চকরিয়ার তরিকুল ইসলাম জীবনকে মাত্র ১ মিনিটের লড়াইয়ে হারিয়েছেন। শাহজালাল এর আগে ২০১৮ ও ১৯ সালে টানা দুইবার চ্যাম্পিয়ন হন।
মঙ্গলবার (২৫ এপ্রিল) বিকেলে চট্টগ্রাম লালদীঘি মাঠে অনুষ্ঠিত বলীখেলার ১১৪তম আসরের মোট ৬০ জন বলী অংশগ্রহণ করেন। প্রতিযোগিতায় তৃতীয় স্থান অধিকার করেছেন সৃজন চাকমা।
ফাইনালে ওঠার আগে সেমি ফাইনালে চকরিয়ার তরিকুর ইসলাম জীবন খাগড়াছড়ির সৃজন চাকমাকে হারান। প্রায় ১১ মিনিট ৩৬ লড়াইয়ে জীবন বলীর কাছে পরাজিত হয় সৃজন বলীকে।
অপর সেমিফাইনালে আনোয়ারার আব্দুন নুরকে হারান কুমিল্লার শাহ জালাল বলী। দুই জনের এ লাড়াই চলে মাত্র ১ মিনিট ২৬ সেকেন্ড।
প্রসঙ্গত, বৃটিশবিরোধী আন্দোলনে যুব সমাজকে সংগঠিত করতে ও শরীর গঠনে উৎসাহিত করতে ১৯০৯ সালে নগরীর বক্সিরহাট এলাকার বাসিন্দা আব্দুল জব্বার সওদাগর লালদীঘি মাঠে কুস্তি প্রতিযোগিতা আয়োজন করেন। কালের বিবর্তনে এটি ঐতিহাসিক একটি খেলার মর্যাদা লাভ করে। দেশ-বিদেশে চট্টগ্রাম নামটির সাথে জব্বারের বলী খেলাও একটি অনুসঙ্গ। ঐতিহাসিক এই বলীখেলায় চট্টগ্রাম, কক্সবাজার, তিন পার্বত্য জেলা থেকে তো বলীরা অংশগ্রহণ করেনই, আশেপাশের বিভিন্ন জেলা থেকে নানা বয়সী বলীরা অংশগ্রহণ করেন।