মোঃ শামীম হোসেন, খুলনা বিভাগীয় প্রতিনিধিঃ পশ্চিম বন বিভাগের খুলনা রেঞ্জের বজবজা টহল ফাঁড়ির সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা সুরেশ চন্দ্র মিস্ত্রিকে জব্দ হরিণের মাংস গায়েব করার অভিযোগে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গত মঙ্গলবার বন অধিদপ্তর থেকে এ–সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হলেও আজ বৃহস্পতিবার সকালে বিষয়টি জানাজানি হয়। গত ২১ সেপ্টেম্বর গণমাধ্যমে ‘খুলনার কয়রায় জব্দ হরিণের মাংস গায়েব’ শীর্ষক সংবাদ প্রকাশ হয়। তাৎক্ষণিকভাবে বন কর্মকর্তা সুরেশ চন্দ্র মিস্ত্রিকে সুন্দরবন খুলনা রেঞ্জের বজবজা টহল ফাঁড়ি থেকে সাতক্ষীরা রেঞ্জের আওতাধীন কাঁচিকাটা টহল ফাঁড়িতে বদলি করে বন বিভাগ। বন বিভাগ সূত্রে জানা গেছে, প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর বিষয়টি খতিয়ে দেখতে সুন্দরবন খুলনা রেঞ্জের সহকারী বন সংরক্ষক এ জেড এম হাসানুর রহমানের নেতৃত্বে তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটি ঘটনার সত্যতা পেলে জব্দ হরিণের মাংস গায়েবের সঙ্গে জড়িত বন কর্মকর্তা সুরেশ চন্দ্র মিস্ত্রির বিরুদ্ধে বন অধিদপ্তর থেকে সাময়িক বরখাস্তের আদেশ জারি হয়।
সুন্দরবন পশ্চিম বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা আবু নাসের মোহসিন হোসেন বলেন, বরখাস্ত বন কর্মকর্তা সুরেশ চন্দ্র মিস্ত্রিকে খুলনা বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগে সংযুক্ত করা হয়েছে।