জন্ম না দিয়েও মা হলেন ঝুমা,পরিবারে আনন্দের বন্যাধন্যবাদ জানালো সাইদুল পরিবার।
মোঃ রাশিদুল হাসান জিহাদ
মুক্তাগাছা, ময়মনসিংহ প্রতিনিধিঃ আজ ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলায় নাম পরিচয়বিহীন এক নবজাতক কে আনুষ্ঠানিক হস্তান্তর করেন উপজেলা নির্বাহী অফিসার একেএম লুৎফর রহমান। সরেজমিন তদন্ত, স্থানীয় হাসপাতাল ও উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গত ১৯ জুলাই '২৩ মুক্তাগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মানসিক বিকারগ্রস্ত নাম পরিচয় বিহীন জনৈক মহিলা কন্যা সন্তানের জন্ম দেয়। বিশেষ সূত্রে খবর পেয়ে উপজেলার কালিবাড়ী পারুলীতলার গৃহবধূ ঝুমা আক্তার আজ প্রায় ১ সপ্তাহ যাবৎ বাচ্চাটির লালন পালন করছেন। উল্লেখ্য যে, ঝুমা আক্তারের বৈবাহিক জীবনে দীর্ঘদিনেও সন্তান লাভে সক্ষম হন নি। আজ স্থানীয় উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে গঠিত বোর্ডের মাধ্যমে আইনানুযায়ী চুল চেরা বিশ্লেষণ পূর্বক আনুষ্ঠানিকভাবে ঝুমা আক্তার ও তার পরিবার সদস্যদের কাছে নবজাতকটি হস্তান্তর করেন। এ ব্যাপারে জানতে চাইলে ঝুমা বলেন, মা হিসাবে আমি এই সন্তানের পুরো দায়িত্ব পালন করবো ইনশাআল্লাহ। আপনারা আমার ও বাচ্চাটির জন্য দো'আ করবেন।