জনদূর্ভোগ
এ এস এম সাদেকুল ইসলাম।
ক্ষমতার লড়াই
নেতাদের বড়াই
স্বার্থের যাতাকলে
জনগণ রসাতলে
হায় হায় হায়! করি কী উপায়
জনদূর্ভোগ- কেড়ে নেয় সুখ।
হরতাল অবরোধ
প্রতিবাদ- প্রতিশোধ
শান্তির বিনাশে জনতা হতাশে
ভাঙচুর, লুটপাট, অগ্নিসংযোগ।
হায় হায় হায় - করি কী উপায়
জনদূর্ভোগ - কেড়ে নেয় সুখ।
ক্ষমতার নিয়ে গদি
রাজনীতি করে যদি
খুনে লাল রাজপথ,
হানাহানি মারামারি
করে সদা বাড়াবাড়ি
ভুলে যায় তবে কী?
সেবকের সে শপথ।
জনগণ'ই পায় শুধু দুখ আর দুখ
হায় হায় হায় ' করি কী উপায়
জনদূর্ভোগ -কেড়ে নেয় সুখ।
ভালো কথা বলে শুধু
কথায় যে ঝরে মধু
ভাষন আর বোলিতে,
নেতাদের ইশারায়
মার খায় জনতায়
অবশেষে পথে মরে
বুলেটের গুলিতে।
ক্ষমতার যুদ্ধে সন্ত্রাস, করে ত্রাস
দেশের বাজে বারোটা,
জনগণ কেঁদে মরে
ভোখা আর অনাহারে-
নেতারা প্রাসাদে খায় গুস্ত পরোটা।
জনতার আহাজারি আকাশটা হয় ভারী
সরে যায় নেতারা ফিরায়ে নিয়ে মুখ।
হায় হায় হায়- করি কী উপায়
জনদূর্ভোগ - কেড়ে নেয় সুখ।