ইমরান হোসেন বিশেষ প্রতিনিধি
১২/০৯/২৩
আমি একটা বিষয় বুঝতে পারলাম না
২০২০ সালে ছৈলার নিয়ে কোনো সাংবাদিক দেখা গেলো না। কিন্তু ২০২২-২০২৩ সালে এসে দেখা যায় ছৈলার চরকে নিয়ে সাংবাদিক এর অভাব নেই।।
এখন দেখা যাইতে আছে ছৈলার চরে পর্যটন কেন্দ্র মানুষ কিভাবে ঘুরতে আসবে ছৈলার চর বিষয় নিয়ে যেভাবে নতুন নিউজ আপডেট হচ্ছে।। তাতে কোনো পর্যটন না আসলেই হয় কারন তাড়া তো নিত্য নতুন নতুন আপডেট পাচ্ছে।। বাসায় বসে।।
পরিশেষে আমি বলতে চাই ,,,
ছৈলার চরে পর্যটন আসলে সাংবাদিক ভাইদের ক্ষতি হয় আমরা চাই সংবাদ কর্মী যারা আছে তাদের সহযোগিতা করি এবং পর্যটন কেন্দ্রে এসে উপভোগ করুক আমি তাদের দৃষ্টি আকর্ষণ করছি কীভাবে সহযোগীতা পাবে। এবং ছৈলার চরে কী কী থাকলে পর্যটন এসে আরাম দায়ক হবে। এসব বিষয় নিয়ে ভাবেন
অযথা আজেবাজে পোস্ট না করি আজেবাজে পোস্টের জন্য পর্যটনের সমস্যা এবং এলাকার মানুষের সমস্যা এলাকাবাসী মানুষদের জমি জামা অনেক দাম বৃদ্ধি পাইছে এই পর্যটন কেন্দ্রের জন্য
যদি কোনো সাংবাদিক এর ব্যক্তিত্য এবং মানসিক সমস্যা থেকে থাকে তারা প্রকাশ করে ছাড়ো এই সংবাদ কর্মী কে আমরা জানতে চাই এবং তার ফেস দেখতে চাই আমরা আলাদা আইডি খুলে নিউজ ছড়ান
দয়া করে বিষয় টা এডমিন বুঝতে পারবেন সাংবাদিক ভাইদের দৃষ্টি তারা ফুটিয়ে তুলো পর্যটক যাতে বলে জাগাটা অনেক ভালো ও সুন্দর আমার মন প্রান জুড়িয়ে আছে এই ছৈলারচর পর্যটন কেন্দ্রে