মোঃ রাশিদুল হাসান জিহাদঃ গতকাল রাত আনুমানিক ১০:৩০ টার দিকে ময়মনসিংহ-টাঙ্গাইল মহাসড়কের মনতলা ব্রিজের পশ্চিমাংশে ১৩২ কেভি নির্মাণাধীন পাওয়ার স্টেশন সংলগ্ন বলের সড়ক নামক স্থানে হামলার শিকার হন মুক্তাগাছা উপজেলার বাঁশাটি ইউপি চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা বাংলাদেশ পূজা উদযাপন কমিটি মুক্তাগাছা উপজেলা শাখার সাধারন সম্পাদক বাবু উজ্জ্বল কুমার চন্দ । সরেজমিন তদন্ত , স্থানীয় লোকজন ও পুলিশের বক্তব্য অনুযায়ী তিনি নগদ ১১,৩৫,০০০ (এগারো লক্ষ পয়ত্রিশ) টাকা নিয়ে ময়মনসিংহ থেকে ব্যক্তিগত প্রাইভেট কারে মুক্তাগাছা আসার পথে সঙ্ঘবদ্ধ ছিনতাইকারী দল কৌশলে তার উপর চড়াও হয় এবং টাকা ছিনতাইয়ের পাশাপাশি হত্যার উদ্দেশ্যে গলাটিপে ধরে । আত্মরক্ষার স্বার্থে হামলাকারীর উপর চড়াও,চিৎকার চেঁচামিচি ও স্থানীয় পুলিশ প্রশাসনকে ফোন করায় স্থানীয় লোকজন ও মুক্তাগাছা থানার অফিসার ইনচার্জ ফারুক আহমেদ এর নেতৃত্বে টহলরত পুলিশের সহায়তায় ঢাকাসহ বাবু উজ্জ্বল কুমার চন্দকে উদ্ধার ও ছিনতাইকারী দলের ব্যবহৃত প্রাইভেট কার যার নং ঢাকা মেট্রো-খ-১১-৮৪৮০ আটক করতে সক্ষম হয় । হামলার শিকার উজ্জ্বল কুমার কে প্রাথমিক চিকিৎসার পর নিরাপদে বাড়ি পৌঁছে দেয় স্থানীয় পুলিশ প্রশাসন । এ ব্যাপারে মুক্তাগাছা থানায় উজ্জল কুমার চন্দের ছোট ভাই রাজিব চন্দ্র চন্দ (৩৯) তার বড় ভাইয়ের ব্যক্তিগত ড্রাইভার মোঃ মতিন (২৩), পিতা- আব্দুল মজিদ, গ্রাম- মনিরামবাড়ি, থানা-মুক্তাগাছা, জেলা- ময়মনসিংহ ও মোঃ সুজন মিয়া (৩৩), পিতা- মোঃ আজিম উদ্দিন, গ্রাম- পাকুরিয়া (ফকির পাড়া), থানা ও জেলা- শেরপুর এর বিরুদ্ধে বাংলাদেশ পেনাল কোড এর ৩৯৪ ধারা মতে মামলা দায়ের করেন। আসামিদ্বয়কে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়। মামলা নং-১৬, ১৪/০৬/২৪ ইং। এদিকে হামলার শিকার বাবু উজ্জ্বল কুমার চন্দের পক্ষে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক সংগঠন বিক্ষোভ প্রদর্শন করেন।
সড়ক দুর্ঘটনাসহ নাশকতা রোধে আমজনতা রাস্তার পাশে সিসিটিভি ক্যামেরা ও ল্যাম্পপোস্ট স্থাপনের জোর দাবি জানান।