মোঃ রাশিদুল হাসান জিহাদ, নিজস্ব প্রতিনিধিঃ যে বয়সে পড়াশোনা করার কথা, পারিবারিক অথবা সামাজিক অবহেলার কারণে সেই বয়সে ঝুঁকিপূর্ণ কাজ করতে গিয়ে করুণ মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হলো ১৭ বছর বয়সী হতভাগ্য জিয়ারুল ইসলামকে ! সরজমিন তদন্ত ও পরিবার সূত্রে জানা যায়, আজ ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার বাশাটি ইউপি’র লাঙ্গুলিয়া (মধ্যপাড়া’র) ভ্যান চালক আব্দুল মালেক এর ছেলে জিয়ারুল ইসলাম বেলা ৩:২৫ এর দিকে বাইপাসের জন্য অধিগ্রহণকৃত জায়গার উপর নির্মিত পাকা দালান অপসারণের কাজ করার সময় ছাদ ভেঙে মাথায় পড়ার কারণে মৃত্যুবরণ করে। এ ব্যাপারে জানতে চাইলে সড়ক ও জনপথ, ময়মনসিংহ বিভাগের নির্বাহী প্রকৌশলী খাইরুল বাশার মোঃ সাদ্দাম হোসেন বলেন, স্বভাবত এই সমস্থ স্থাপনা অপসারণ আমরা করি না। এ ব্যাপারে জানতে চাইলে নিহতের পিতা আব্দুল মালেক বলেন, আমার ছেলের মৃত্যুতে কারো প্রতি কোন অভিযোগ নেই। ঝুঁকিপূর্ণ কাজে বিশেষ করে মোটরযান, ওয়েল্ডিং, ভারী বোঝা বহন, ইট ভাঁটা, ইমারত নির্মাণ ও অপসারণ কাজে শিশুশ্রম আইনতঃ দণ্ডনীয় অপরাধ হলেও প্রতিবছর এই সমস্ত ঝুঁকিপূর্ণ কাজে শিশু বা কম বয়সী শ্রমিকের মৃত্যু আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাচ্ছে। অনতিবিলম্বে ঝুঁকিপূর্ণ কাজে শিশুশ্রম বন্ধ করার দাবি জানান ভুক্তভোগী, সুশীল সমাজসহ অভিজ্ঞ মহল। নিহত জিয়ারুল ইসলাম এর অকালমৃত্যুতে পরিবারে শোকের মাতম বিরাজ করছে। উল্লেখ্য যে, চলতি বছর ময়মনসিংহ-মধুপুর সড়ক প্রশস্থ করণ এন (৪০১) প্রকল্পের আওতায় ভাবকীর মোড় হতে সাতাশিয়া পর্যন্ত বাইপাস সড়কের নির্মাণ কাজ চলমান রয়েছে।