মোঃ সানাউল্লাহ, ফুলবাড়িয়া(ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় মাদ্রাসা পড়ুয়া এক শিক্ষার্থীকে ধ/র্ষ/ণের অভিযোগে মো. নজরুল ইসলাম আকন্দ (৩৫) নামে এক মাদ্রাসা শিক্ষককে আ/ট/ক করেছে পুলিশ। আ/ট/ক ব্যক্তি উপজেলার পুটিজানা ইউনিয়নের কমলাপুর সেনবাড়ী এলাকার মকরম আলী আকন্দের ছেলে।
অভিযোগ যুক্তে জানা গেছে অভিযোক্তশিক্ষক তার নিজ বাড়ির পাশে ‘আয়শা সিদ্দিকা মহিলা মাদ্রাসা’ নামে একটি মাদ্রাসা প্রতিষ্ঠা করে তা পরিচালনা করে আসছেন। তার প্রতিষ্ঠানে লেখাপড়া করার সুবাদে ওই ছাত্রীকে তিনি একাধিকবার ধর্ষণ করেন। এ অবস্থায় ৪ মাস আগে মেয়েটির অন্যত্র বিয়ে হয়ে যায়। গত ২ জানুয়ারি রাতে মেয়েটি কন্যা সন্তান প্রসব করে। বিষয়টি রহস্যজনক হওয়ায় তার স্বামী তাকে তালাক দিয়ে বাবার বাড়ি পাঠিয়ে দেন। আর এতেই বেরিয়ে আসে থলের বিড়াল। মেয়েটি তার পরিবারকে জানায়, শিক্ষক নজরুল ইসলাম তাকে একাধিকবার ধর্ষণ করেছেন। সবশেষ গত বছরের ২৭ ফেব্রুয়ারি সকালে আরবি পড়ার জন্য মাদ্রাসায় গেলে তিনি তাকে আবার ধর্ষণ করেন। আর এতেই সে অন্তঃসত্ত্বা হয়ে পড়ে।
এ ব্যাপারে ফুলবাড়িয়া থানার ওসি মোহাম্মদ রুকনুজ্জামান বলেন, ‘মাদ্রাসা শিক্ষক ওই মেয়েকে ব্ল্যাকমেইল করে একাধিকবার ধর্ষণ করেন। এ ঘটনায় ওই মেয়ে বাদী হয়ে মামলা দায়ের করেছেন। ঘটনায় জড়িত শিক্ষককে আটক করে আদালতে পাঠানো হয়েছে।’