বিশেষ প্রতিনিধিঃ ২৯ বছর পর আইসিসি ইভেন্ট আয়োজনের দায়িত্ব পেয়েছে পাকিস্তান। তবে টানা দুই ম্যাচ হেরে আসর থেকে বাদ পড়ার শঙ্কায় মোহাম্মদ রিজওয়ানের দল। প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ৬০ রানে ও পরের ম্যাচে ভারতের বিপক্ষে ৬ উইকেটের পরাজয়ের গ্লানি নিয়ে মাঠ ছাড়ে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। সমীকরণ এমন দাঁড়িয়েছে, এখন বাংলাদেশের দিকে তাকিয়ে থাকতে হচ্ছে তাদের।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে কিউইদের মোকাবিলা করবে নাজমুল হোসেন শান্তর দল।
টানা দুই ম্যাচ জিতে সেমিফাইনালে ইতোমধ্যে এক পা দিয়ে রেখেছে ভারত। তবে গ্রুপ ‘এ’ থেকে সেমিতে ওঠার সম্ভাবনা এখনও চারটি দলের রয়েছে। পাকিস্তান টানা দুটি ম্যাচ হারলেও বাদ পড়েনি আসর থেকে।
বাংলাদেশ যদি আজ নিউজিল্যান্ডকে হারিয়ে দেয়। নিউজিল্যান্ডকে যদি ভারত হারিয়ে দেয় আর পাকিস্তান যদি বাংলাদেশের বিপক্ষে জয় পায়, তাহলে তিনটি দলেরই একটি করে জয় হবে। সে ক্ষেত্রে প্রথমে রান রেট দেখা হবে। তাই সেমির সম্ভাবনা বাঁচিয়ে রাখতে পাকিস্তান এখন বাংলাদেশের দিকে তাকিয়ে।
অপরদিকে নিউজিল্যান্ড যদি ভারতের কাছে হারে এবং বাংলাদেশ পাকিস্তানের বিপক্ষে জেতে, তখন সেমিফাইনালে উঠবে বাংলাদেশ। আর নিউজিল্যান্ড যদি ভারতকে হারায় এবং বাংলাদেশ পাকিস্তানের কাছে হেরে যায়, সেমিফাইনালে উঠবে নিউজিল্যান্ড।
সমীকরণ রয়েছে আরও একটি। নিউজিল্যান্ড ও বাংলাদেশ দুই দলই যদি নিজেদের ম্যাচ জেতে, তখন দুই দলেরই পয়েন্ট হবে ৪ করে। সে ক্ষেত্রে সেমিফাইনালের ভাগ্য নির্ধারিত হবে নেট রান রেটে। তবে এসব জটিল হিসাবের প্রয়োজন হবে তখনই, যখন বাংলাদেশ আজ নিউজিল্যান্ডের বিপক্ষে জিতবে।
উল্লেখ্য, গ্রুপ পর্বে পাকিস্তানের শেষ ম্যাচ বাংলাদেশের বিপক্ষে। আগামী বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) টাইগারদের মোকাবিলা করবে আফ্রিদি-বাবররা।