চুয়াডাঙ্গা সদর থানা পুলিশকে আইজিপির পুরস্কার প্রদান
তানজিল আহমেদের রনি চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি
চুয়াডাঙ্গা জেলার সদর থানা পুলিশের চৌকস টিম ০৩ (তিন) টি চোরাই মোটর সাইকেল উদ্ধার এবং মোটর সাইকেল চোরের মূল হোতাসহ ০৬ (ছয়) জন আসামী গ্রেফতার করায় সম্মানিত ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বিপিএম (বার), পিপিএম মহোদয় চুয়াডাঙ্গা সদর থানার চৌকস টিমকে প্রণোদনামূলক আর্থিক পুরস্কার প্রদান করেন।
চুয়াডাঙ্গা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব আব্দুল্লাহ্ আল-মামুন মহোদয় অদ্য ০৯.০৫.২০২৩ খ্রিঃ বেলা ১২:৩০ ঘটিকার সময় জনাব মাহাব্বুর রহমান, অফিসার ইনচার্জ, চুয়াডাঙ্গা সদর থানা, চুয়াডাঙ্গার হাতে মান্যবর আইজিপি মহোদয় কর্তৃক প্রদত্ত আর্থিক পুরস্কার তুলে দেন।
উল্লেখ, গত ২৬.০৩.২০২৩ খ্রিঃ তারিখ বিকাল অনুমানিক ০৪:৪৫ ঘটিকার সময় অজ্ঞাতনামা চোরেরা মামলার বাদী আব্দুল ওয়াকিল (২৪), পিতা- মোঃ সাইফুল ইসলাম, মাতা- মোছাঃ মনিরা খাতুন, সাং- থানা কাউন্সিলপাড়া, থানা-চুয়াডাঙ্গা সদর, জেলা-চুয়াডাঙ্গার কালো-লাল রংয়ের পালসার ১৫০ সিসি মোটরসাইকেল চুরি করে নিয়ে যায়। এ সংক্রান্তে চুয়াডাঙ্গা সদর থানার মামলা নং-০৫, তারিখ ০৩.০৪.২০২৩ ইং ধারা-৩৭৯/৩৪ রুজু করেন। চুয়াডাঙ্গা জেলা পুলিশের সম্মানিত অভিভাবক জনাব আব্দুল্লাহ্ আল-মামুন, পুলিশ সুপার, চুয়াডাঙ্গার সার্বিক দিকনির্দেশনায় জনাব আনিসুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এর তত্ত্বাবধানে চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ মাহাব্বুর রহমানের নেতৃত্বে এসআই (নিঃ)/মোঃ হাসানুজ্জামান, এসআই (নিঃ)/মোঃ মাসুম বেল্লা ঘটনাস্থলে থাকা সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করেন। তারা চোরাই কাজে ব্যবহৃত মোটরসাইকেল এবং সন্দিগ্ধ চোরের সূত্র ধরে সংগীয় ফোর্সসহ তথ্য প্রযুক্তির সহায়তায় বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে মোটরসাইকেল চোরের মূল হোতাসহ ০৬ জন আসামী গ্রেফতারপূর্বক তাদের হেফাজত হতে ০৩ (তিন) টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করেন।