চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের উদ্যোগে বাজার মনিটরিং
তানজিল আহমেদ রনি
অদ্য ০৪ এপ্রিল ২০২৩ তারিখে পবিত্র রমজান ও আসন্ন ঈদুল ফিতরে দ্রব্যমূল্য সাধারণ মানুষের নাগালের মধ্যে রাখার জন্য বড়বাজার এবং নিউ মার্কেট এলাকায় বাজার মনিটরিং করেন জনাব মোহাম্মদ আমিনুল ইসলাম খান, জেলা প্রশাসক, চুয়াডাঙ্গা।এসময় তিনি দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখার জন্য এবং রমজান মাসে কেউ যাতে কৃত্রিম সংকট সৃষ্টি করতে না পারে সেদিকে লক্ষ্য রাখার জন্য ব্যবসায়ী নেতৃবৃন্দকে অনুরোধ জানান। এসময় জনাব আব্দুল্লাহ আল মামুন,পুলিশ সুপার, চুয়াডাঙ্গা,জনাব শামীম ভূইয়া,উপজেলা নির্বাহী অফিসার, চুয়াডাঙ্গা সদর,জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটবৃন্দ, জেলা মার্কেটিং অফিসার,ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক,প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।