চুয়াডাঙ্গা জেলা পুলিশের জনপ্রতিনিদের দিনব্যাপী সেমিনার অনুষ্ঠিত
তানজিল আহমেদ রনি চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধ
অদ্য ১২.০৪.২০২৩ খ্রিঃ তারিখ সকাল আনুমানিক ১০:০০ ঘটিকার সময় বাংলাদেশ পুলিশের সন্ত্রাস দমন ও আন্তর্জাতিক অপরাধ প্রতিরোধ কেন্দ্র নির্মাণ প্রকল্পের সহযোগিতায় চুয়াডাঙ্গা জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্স ড্রিলশেডে চুয়াডাঙ্গা জেলার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বারগনের অংশগ্রহণে ‘উগ্রবাদ প্রতিরোধে জনপ্রতিনিধিদের ভূমিকা’ শীর্ষক দিনব্যাপী সেমিনারের দ্বিতীয় দিনের কার্যক্রম অনুষ্ঠিত হয়।
উক্ত আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ আমিনুল ইসলাম খান, জেলা প্রশাসক, চুয়াডাঙ্গা মহোদয়। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব আসাদুল হক বিশ্বাস, চেয়ারম্যান, সদর উপজেলা, চুয়াডাঙ্গা; জনাব মোঃ আবু তারেক, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ); জনাব আনিসুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), চুয়াডাঙ্গা।
উক্ত আয়োজনে সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা জেলা পুলিশের সম্মানিত অভিভাবক জনাব আব্দুল্লাহ্ আল-মামুন, পুলিশ সুপার, চুয়াডাঙ্গা মহোদয়।