চুয়াডাঙ্গায় রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী উদযাপন
তানজিল আহমেদ রনি চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি
কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এঁর ১৬২তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে জেলা প্রশাসন, চুয়াডাঙ্গার আয়োজনে, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এবং জেলা শিল্পকলা একাডেমির সহযোগিতায় ডিসি সাহিত্য মঞ্চে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ আমিনুল ইসলাম খান, জেলা প্রশাসক, চুয়াডাঙ্গা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আনিসুজ্জামান লালন, অতিরিক্ত পুলিশ সুপার, চুয়াডাঙ্গা। মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ড.আব্দুর রশিদ, সহকারী অধ্যাপক, বাংলা বিভাগ, সরকারি আদর্শ মহিলা কলেজ,অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন জনাব মুন্সি আবু সাইফ, সহযোগী অধ্যাপক, বাংলা বিভাগ, চুয়াডাঙ্গা সরকারি কলেজ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মোঃ নাজমুল হামিদ রেজা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক),চুয়াডাঙ্গা।
এসময় জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ,সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
জেলা শিল্পকলা একাডেমির শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আমন্ত্রিত অতিথিবৃন্দ উপভোগ করেন।