চুয়াডাঙ্গায় বিশ্ব মা দিবস ২০২৩ স্বপ্নজয়ী মায়েদের সম্মাননা প্রদান অনুষ্ঠিত
তানজিল আহমেদ রনি চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধ
চুয়াডাঙ্গা জেলায় বিশ্ব মা দিবস ২০২৩ উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও স্বপ্নজয়ী মায়েদের সম্মাননা প্রদান অনুষ্ঠানটি অদ্য ১৪.০৫.২০২৩ খ্রিঃ তারিখ সকাল আনুমানিক ০৯:৩০ ঘটিকায় জেলা প্রশাসকের কার্যালয় সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
উক্ত আয়োজনে জনাব নাজমুল হামিদ রেজা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), চুয়াডাঙ্গার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ আমিনুল ইসলাম খান, সম্মানিত জেলা প্রশাসক, চুয়াডাঙ্গা। বিশেষ অতিথি জনাব আব্দুল্লাহ্ আল-মামুন, পুলিশ সুপার, চুয়াডাঙ্গা, জনাব মুন্সি আলমগীর হান্নান, সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ, চুয়াডাঙ্গা জেলাসহ স্বপ্নজয়ী রত্নগর্ভা মায়েরা, বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিকবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।