চুয়াডাঙ্গায় পালিত হলো বাংলা নববর্ষ-১৪৩০ উৎসব
তানজিল আহমেদ রনি চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধ
বাঙালি জাতির ঐতিহ্য, কৃষ্টি ও সংস্কৃতির সাথে নিবিড়ভাবে জড়িয়ে আছে বাংলা নববর্ষ উৎসব। আজ পহেলা বৈশাখ-১৪৩০ বঙ্গাব্দ। বাংলা বর্ষপঞ্জিতে যোগ হলো নতুন বছর। পুরাতন বছরের ব্যর্থতা মুছে ফেলে, নববর্ষ এলো সাফল্যের দ্বার খুলে সবাইকে জানাই বাংলা নতুন বছরের শুভেচ্ছা! “শুভ নববর্ষ-১৪৩০”। ১লা বৈশাখ বর্ষবরণ উৎসব উদযাপন উপলক্ষে প্রতিবছরের ন্যায় এবারও চুয়াডাঙ্গা জেলায় আনন্দমুখর পরিবেশে নানান কর্মসূচি পালিত হয়েছে।
বাংলা নববর্ষ ১৪৩০ উদ্যাপনে অদ্য ১৪.০৪.২০২৩ খ্রিঃ তারিখ সকাল ০৯:০০ ঘটিকায় চুয়াডাঙ্গা চাঁদমারি মাঠ প্রাঙ্গন হতে বর্ণাঢ্য আয়োজনে সামাজিক, সাংস্কৃতিক, শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে মঙ্গল শোভাযাত্রা শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চুয়াডাঙ্গা সরকারি কলেজে এসে সমাপ্ত হয়। মঙ্গল শোভাযাত্রা শেষে চুয়াডাঙ্গা সরকারি কলেজ প্রাঙ্গণে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রফেসর জনাব ড. এ কে এম সাইফুর রশিদ, অধ্যক্ষ, চুয়াডাঙ্গা সরকারি কলেজে, চুয়াডাঙ্গার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ আমিনুল ইসলাম খান, জেলা প্রশাসক, চুয়াডাঙ্গা, বিশেষ অতিথি জনাব আবদুল্লাহ্ আল-মামুন, পুলিশ সুপার, চুয়াডাঙ্গা।
এছাড়াও উক্ত আয়োজনে উপস্থিত ছিলেন প্রফেসর জনাব মোঃ আজিজুর রহমান, অধ্যক্ষ, সরকারি মহিলা কলেজ, জনাব মাহাফুজুর রহমান মঞ্জু, চেয়ারম্যান, জেলা পরিষদ, চুয়াডাঙ্গা, জনাব মোঃ নুরুল ইসলাম মালিক, বীর মুক্তিযোদ্ধা, জনাব মুন্সি আলমগীর হান্নান, সাংগঠনিক সম্পাদক, চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগ সহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষকমণ্ডলী ও শিক্ষার্থীবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকবৃন্দ।