চুয়াডাঙ্গায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণের অভিযান
তানজিল আহমেদ রনি চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি
দুপুর ০১টার দিকে পরিচালিত এ অভিযানে কসমেটিকস, গার্মেন্টস পোশাক, তরমুজ ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের প্রতিষ্ঠানে তদারকি করা হয়।
এসময় নিউমার্কেট মেসার্স রতন ডিপার্টমেন্টাল স্টোর নামক প্রতিষ্ঠানে অভিযানে আমদানিকারকের ট্যাগ বিহীন অবৈধ বিদেশি ও অননুমোদিত কসমেটিকস বিক্রয়ের অপরাধে মালিক মোঃ কামরুজ্জামানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন- ২০০৯ এর ৩৭ ধারায় ৭,০০০/- টাকা, অপর একটি প্রতিষ্ঠান মেসার্স অনামিকা কসমেটিকস এর মালিক মোঃ মাসুদুর রহমানকে মেয়াদ উত্তীর্ণ ও আমদানিকারকের ট্যাগ বিহীন অবৈধ বিদেশি কসমেটিকস বিক্রয়ের অপরাধে ৩৭ ও ৫১ ধারায় ১০,০০০/- টাকা জরিমানা করা হয়।
পরবর্তীতে ভোক্তাদের অভিযোগের প্রেক্ষিতে বড়বাজার মোড়ে তরমুজের দোকানগুলোতে অভিযান পরিচালিত হয়। এসময় মেসার্স ইমরান ফল ভান্ডারে তরমুজের ক্রয় ভাউচার না রাখা ও কেজি দরে বিক্রয়ের প্রমাণ পাওয়া যায়। উক্ত অপরাধে মালিক মো: ইমরান মিয়াকে ৪৫ ধারায় ১০০০/- টাকা এবং মেসার্স রাজন ফল ভান্ডারের মালিক মো: রাজন আলীকে একই অপরাধ ও ধারায় ১০০০/- জরিমানা করা হয়। অভিযানে ০৪টি প্রতিষ্ঠানকে মোট ১৯,০০০/- টাকা জরিমানা করা হয়। এসময় সবাইকে সতর্ক করে দেয়া হয় ন্যায্য লাভে পণ্য বিক্রয় ও ভোক্তাকে ঠকানো ব্যবসা পরিহার করতে বলা হয়।
অভিযানে সার্বিক সহযোগিতায় ছিলেন চুয়াডাঙ্গা জেলা পুলিশের একটি টিম।
জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।