চুয়াডাঙ্গায় জাকের পার্টির স্বেচ্ছাসেবক ফ্রন্টের কেন্দ্রীয় মিশন সম্পন্ন
তানজিল আহমেদ রনি চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি
শোক বিহবল পহেলা মে বিশ্ব ওলীর পবিত্র ওফাত দিবস স্মরণে বিশ্ব ফাতেহা শরীফ তথা ইসলামী মহা সম্মেলন উপলক্ষে..
হিজবুল্লাহর মহা ইমাম জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান ছাহেবের পবিত্র নির্দেশ ক্রমে..
চুয়াডাঙ্গা জেলার সদর থানার পদ্মবিলা ইউনিয়ন নিমতলা বাজারে জাকের পার্টি স্বেচ্ছাসেবক ফ্রন্টের কেন্দ্রীয় মিশন অনুষ্ঠিত হয়।
মিশনে জাকের পার্টি জাতীয় স্থায়ী কমিটির সদস্য, অতিরিক্ত মহাসচিব ও স্বেচ্ছাসেবক ফ্রন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান হায়দার মিশন প্রধান হিসাবে....
খোদা প্রেম, রাছুল প্রেম, মুর্শিদ প্রেম এবং আল্লাহর জমিন পরিচালনার মহান আল্লাহ তায়ালার ও তিনার প্রিয় হাবীব পাক (ছ:) ও আপন মুর্শিদ বিশ্ব ওলীর রঙে রণিত খলিফা বা আমীরের আনুগত্য, মহব্বত, খেদমত এবং এবাদত তথা প্রেম, প্রীতি, ভালোবাসা, ঐক্য, ভাতৃত্ব, মানব কল্যাণ বা সৃষ্টি সেবা, দেশ প্রেম সহ সার্বিক ভাবে পবিত্র গুণাবলী অর্জনের লক্ষ্যে বিশ্ব ওলীর পবিত্র আদর্শ শিক্ষার মাধ্যমে..
পবিত্র মানুষ হয়ে সৃষ্টি সেবায় আত্মনিয়োগ করার বিষয়ে হিজবুল্লাহর মহা ইমাম ছাহেবের অর্থাৎ জাকের পার্টির কর্মসূচির ব্যাপক তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন।
পরিশেষে মিশন প্রধান তার বক্তব্যে বিগত ৫ বছর যাবত হিজবুল্লাহর মহা ইমাম, জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান ছাহেবের বক্তব্যের উদ্ধৃতি দিয়ে..
আসন্ন মহা বিপদ সংকুল দেশের এই ক্রান্তি লগ্নে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে দল মত,ধর্ম বর্ণ ভেদাভেদ ভুলে পবিত্রতার চাদরে মোড়া..
যামানার মহান আমীর..
হিজবুল্লাহর মহা ইমাম, জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান ছাহেবের সুযোগ্য নেতৃত্বে গোটা দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার উদাত্ত আহ্বান জানান।
উপরোক্ত যৌথ মিশনে যুগ্ম মিশন প্রধান হিসাবে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক ফ্রন্টের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক(খুলনা বিভাগ) জাকির হোসেন অপু।
উপস্থিত ছিলেন মিশন সদস্য হাবীবুর রহমান। মিশন সদস্য হাবীবুল্লাহ। মিশনে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মাওলানা আব্দুল খালেক ওলামা ফ্রন্ট জেলা সদস্য।
সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা জেলার সভাপতি ও কুষ্টিয়া সাংগঠনিক বিভাগের সভাপতি ডা: সহিদুল ইসলাম।
মিশনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা সাইফুল ইসলাম হেলালী, সাধারণ সম্পাদক ওলামা ফ্রন্ট খুলনা বিভাগ।
মিশনে আরও উপস্থিত ছিলেন
জাকের পার্টি স্বেচ্ছাসেবক ফ্রন্টের প্রবীণ ও নবীন নেতৃবৃন্দ সদস্য ও স্থানীয় জন সাধারণ।