চুয়াডাঙ্গায় অসুস্থ নেতাকর্মীদের দেখতে গেলেন এমপি টগর
তানজিল আহমেদ রনি
পবিত্র মাহে রমজান মাসে ইফতার সামগ্রী ও ফল নিয়ে অসুস্থ নেতা-কর্মীদের বাড়ি গিয়ে দেখা করতে গেলেন চুয়াডাঙ্গা-০২ আসনের মাননীয় সংসদ সদস্য, জননন্দিত নেতা, জনাব হাজী মোঃ আলী আজগার টগর ভাই।
তিনি আজ দামুড়হুদা সদর ইউনিয়নের দশমী পাড়ার আয়ূব আলী, আব্দুল হক মন্ডল, শফি, কেসমত আলী, মো: নূর ইসলাম, দেউলি গ্রামের মাহবুব, গোবিন্দহুদা গ্রামের নুরুল ইসলাম মেম্বার, চিৎলা গ্রামের কাশেম ডাক্তার, মোক্তারপুর গ্রামের জুড়ন আলি, আইয়ুব আলী, খাদের গান্ধি, হাতিভাঙা গ্রামের আছির উদ্দিন, আব্দুল মালেক, কবির মল্লিক সহ অসুস্থ আওয়ামী লীগ নেতাদের বাড়ি গিয়ে শারীরিক খোঁজ-খবর নেন।
সেই সাথে হাতিভাঙা গ্রামের মৃত রেজাউল ও উত্তর চাঁদপুর গ্রামের মৃত আকবর আলির পরিবারের সদস্যদের সাথে সার্বিক বিষয়ে কথা বলেন।
এসময় মাননীয় সংসদ সদস্যর সাথে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, দামুড়হুদা ইউপি চেয়ারম্যান সহ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি/সাধারণ সম্পাদক এবং স্থানীয় নেতৃবৃন্দ।