আরিফ খান জয় বিশেষ প্রতিনিধি:
চারদিনের রাষ্ট্রীয় সফরে নিজ জেলা পাবনায় আসছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। রাষ্ট্রপতির প্রটোকল অফিসার মুহাম্মদ মামুনুল হক স্বাক্ষরিত বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।
আজ ১৫ জানুয়ারি২০২৪ রোজ সোমবার বেলা ১২টায় ঢাকা থেকে হেলিকপ্টারে পাবনার উদ্দেশে রওনা দেবেন। ১২টা ৪০ মিনিটে পাবনার শহীদ অ্যাডভোকেট আমিন উদ্দিন স্টেডিয়ামে এসে পৌঁছাবেন।
এরপর পাবনা সার্কিট হাউজে উপস্থিত হয়ে গার্ড অব অনার গ্রহণ করবেন।
পরদিন মঙ্গলবার বেলা ১১ টায় স্থানীয় কর্মসূচিতে যোগ দিবেন। বুধবার বেলা ১১ টায় স্থানীয় কর্মসূচিতে যোগ দিবেন। পরদিন বৃহস্পতিবার দুপুর ৩টা ৪০ মিনিটে ঢাকার উদ্দেশে পাবনা ছাড়বেন রাষ্ট্রপতি।
পাবনা পুলিশ সুপার আকবর আলী মুন্সী বলেন, রাষ্ট্রপতির পাবনা সফরকে কেন্দ্র করে নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। সর্বস্তরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে।
পাবনার জেলা প্রশাসক মুহা. আসাদুজ্জামান বলেন, রাষ্ট্রপতির পাবনা সফরকে ঘিরে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। তাঁর পাবনা সফর যাতে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে শেষ হয় সে জন্য প্রশাসন তৎপর রয়েছে।
উল্লেখ্য, গত ১৫ মে চার দিনের রাষ্ট্রীয় সফরে প্রথম তাঁর নিজ জেলা পাবনায় এসেছিলেন রাষ্ট্রপতি। সফরের দ্বিতীয় দিন ১৬ মে পাবনা সরকারি এডওয়ার্ড কলেজ মাঠে তাঁকে নাগরিক সংবর্ধনা দেওয়া হয়। গত ২৭ সেপ্টেম্বর তিন দিনের রাষ্ট্রীয় সফরে দ্বিতীয়বারের মতো তাঁর নিজ জেলা পাবনায় আসেন রাষ্ট্রপতি।