চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা পরিদর্শন করেন জেলা প্রশাসক একেএম গালিভ খাঁন
মোমিনুল ইসলাম মোমিন,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জ জেলার মান্যবর জেলা প্রশাসক জনাব এ কে এম গালিভ খাঁন চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা পরিদর্শন করেন। পরিদর্শনের সময় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এসময় জেলা প্রশাসক মহোদয় সদর উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির খোঁজ-খবর নেন।
এরপর মান্যবর জেলা প্রশাসক চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা রিসোর্স সেন্টারে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সদ্য নিয়োগপ্রাপ্ত শিক্ষকবৃন্দের অংশগ্রহণে ১০ দিনব্যাপী ইনডাকশন প্রশিক্ষণে প্রশিক্ষণার্থীদের সাথে মতবিনিময় করেন। এসময় শিবগঞ্জ ও ভোলাহাট উপজেলার নিয়োগপ্রাপ্ত শিক্ষকবৃন্দও অনলাইন মাধ্যমে যুক্ত ছিলেন। জেলা প্রশাসক মহোদয় প্রাথমিক বিদ্যালয়ের নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা সম্পর্কে সদ্য নিয়োগপ্রাপ্তদের অভিজ্ঞতা সম্পর্কে মন্তব্য শোনেন এবং সকল অংশগ্রহণকারীর উদ্দেশ্যে বিভিন্ন প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন।