চাঁপাইনবাবগঞ্জে হেরোইন সহ ১ জনকে গ্রেফতার করেছে র্যাব-৫
মোমিন ইসলাম,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জে র্যাব-৫ এর অভিযানে জেলার সদর থানাধীন চরবাগডাঙ্গা ইউনিয়নের ল্যাংড়ার মোড়ে কোম্পানী উপ অধিনায়ক সহকারী পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম এর নেতৃত্বে। (২৫ মে) সন্ধ্যা ৭ টায় একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ০১ কেজি ২৬ গ্রাম হেরোইনসহ ০১ জনকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত হলেন, জেলার শিবগঞ্জ পিরগাছি এলাকার মৃত আজাহার আলীর ছেলে মোঃ জিয়াকুর (৫০)। এ ঘটনায় চাঁপাইনববগঞ্জ জেলার সদর থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে।