চাঁপাইনবাবগঞ্জে শিবগঞ্জে র্যাবের হাতে ফেন্সিডিলসহ ০১ জন গ্ৰেফতার
মোমিনুল ইসলাম মোমিন,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
সোমবার (১০ এপ্রিল) সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প, র্যাব-৫, এর অভিযানে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জে ৩২৫ বোতল ফেন্সিডিল সহ ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত হলেন, শিবগঞ্জ নয়ালাভাঙ্গা গোয়ালপাড়া গ্রামের মোঃ মিংলু আলীর ছেলে মোঃ কায়েম।
রাজশাহীর একটি অপারেশন দল ০০:৩০ ঘটিকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ নয়ালাভাঙ্গা ইউনিয়নের মদিনাপাড়া গ্রামস্থ জনৈক মৃত পাচু চেয়ারম্যান এর পুকুরের উত্তর পূর্ব পাড়ে কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার রুহ ফি তাহমিন তৌকির এবং কোম্পানী উপ অধিনায়ক সহকারী পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম এর নেতৃত্বে একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ফেন্সিডিল সহ উক্ত আসামীকে গ্রেফতার করেন।
র্যাব জানায়, আটককৃত আসামী উল্লেখিত স্থান থেকে ফেন্সিডিলসংগ্রহ করা সংক্রান্ত গোপন তথ্যের ভিত্তিতে ঐ স্থানে অভিযান পরিচালনা করে তাকে ফেন্সিডিলসহ গ্রেফতার করা হয়। পরবর্তীতে আসামীকে জিজ্ঞাসাবাদ করে জানা যায় নিকটবর্তী পুকুর পাড়ে লুকায়িত অবস্থায় আরো ফেন্সিডিলমজুদ রয়েছে। এ তথ্যের ভিত্তিতে আসামীর দেখানো এলাকা তল্লাশী করে বিপুল পরিমাণ ফেন্সিডিলজব্দ করা হয়। উল্লেখ্য, আসামির নামে পূর্বের আরো দুইটি মাদক মামলা রয়েছে।
এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানায় মামলা রুজু করা হয়েছে।