চাঁপাইনবাবগঞ্জে রহিম নামের এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ড
মোমিনুল ইসলাম মোমিন
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জে অস্ত্র আইনে দায়ের করা মামলার দুইটি ধারায় আব্দুর রহিম (৩৩) নামের এক যুবককে যাবজ্জীবন ও ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।
সোমবার (৩ এপ্রিল) বিকালে স্পেশাল ট্রাইবুনাল-১ এর বিচারক আদীব আলী এ রায় ঘোষণা করেন। সাজাপ্রাপ্ত আব্দুর রহিম শিবগঞ্জের সোনামসজিদ এলাকার গাজলুর রহমানের ছেলে।
রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) নাজমুল আজম বলেন, ২০২০ সালের ২৯ এপ্রিল কয়লাবাড়ি ট্রাক টার্মিনাল থেকে দুটি পিস্তল, তিনটি ম্যাগজিন ও ৮ রাউন্ড গুলিসহ আব্দুর রহিমকে গ্রেপ্তার করে র্যাব। ওই ঘটনায় র্যাবের উপ-পরিদর্শক ইউসুফ আলী ভূঁইয়া শিবগঞ্জ থানায় আব্দুর রহিমকে আসামি করে মামলা করেন।
মামলার তদন্ত কর্মকর্তা ও শিবগঞ্জ থানার তৎকালীন উপ-পরিদর্শক আরিফুল ইসলাম ২০২০ সালের ২৭ মে আব্দুর রহিমকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। আজ বিচারক সাক্ষ্য প্রমাণ শেষে আব্দুর রহিমকে দোষী অস্ত্র আইনের একটি ধারায় যাবজ্জীবন অপর একটি ধারায় ১০ বছরের কারাদণ্ড দেন।