চাঁপাইনবাবগঞ্জে যৌথ অভিযানে বিপুল পরিমাণ হেরোইন সহ আটক এক।
মোমিনুল ইসলাম মোমিন,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানাধীন চরআলাতলী ইউনিয়নের কোদালকাটি গ্রামে ১৩ এপ্রিল রাত সাড়ে ১২টার দিকে ৫৩ বিজিবির অধীনস্থ পোলাডাংগা বিওপির একটি টহলদল এবং র্যাব-৫ এর একটি অপারেশন দল যৌথভাবে পোলাডাংগা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ৩৭/২-এস হতে আনুমানিক ১.৫ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে একটি বসত বাড়ী তল্লাশি করে বাড়ীর টয়লেটের ট্যাংকির পিছনে বিশেষ কায়দায় রক্ষিত অবস্থায় ০৭ কেজি ১৩০ গ্রাম ভারতীয় হেরোইন পাওয়া গেলে হেরোইনসহ একজন মাদক ব্যবসায়িকে আটক করে বিজিবি ও র্যাবের সদস্যরা। আটককৃত ব্যাক্তি হলেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরআলাতলী ইউনিয়নের কোদালকাটি গ্রামের মোঃ শফিকুল ইসলাম ৪৫।
বৃহস্পতিবার (১৩ এপ্রিল) গণমাধ্যমে প্রেস বিজ্ঞপ্তিতে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন ৫৩ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল মোঃ নাহিদ হোসেন বিষয়ের সত্যতা নিশ্চিত করে বলেন, চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন ৫৩ বিজিবি সীমান্ত এলাকায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে বিজিবি সর্বদা সচেষ্ঠ রয়েছে এবং এই কার্যক্রম অব্যাহত থাকবে। আটককৃত ব্যাক্তি নামে হেরোইন বেচাকেনার অভিযোগে পূর্বে ০৪টি মাদক মামলা রয়েছে বলে জানান তিনি ।