চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত
মোমিন ইসলাম,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
পাবলিক প্লেসে ধূমপান কঠোরভাবে মনিটরিং করা বিশেষ করে শিক্ষার্থীদের কাছে কোনো দোকানদার যেন বিড়ি বা সিগারেট বিক্রি না করে সে ব্যাপারেও কঠোরভাবে মনিটরিং করার ওপর গুরুত্বারোপ করেন জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন। প্রয়োজনে মোবাইল কোর্ট পরিচলনার জন্যও নির্দেশনা প্রদান করেন তিনি।
জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বিশ্ব তামাকমুক্ত দিবসের আলোচনা সভায় তিনি প্রধান অতিথির বক্তব্য দেন। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার তামাকমুক্ত বাংলাদেশ গড়ার কাজে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আনিছুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যদের মধ্যে আলোচনায় অংশগ্রহণ করেন- নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. শংকর কুমার কুন্ডু, স্থানীয় সরকার চাঁপাইনবাবগঞ্জের উপপরিচালক ও সরকারের উপসচিব দেবেন্দ্র নাথ উরাঁও, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জের উপপরিচালক মোহাম্মদ আনিছুর রহমান খাঁন, অতিরিক্ত পুলশ সুপার মো. আতোয়ার রহমান, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুস সামাদ।
মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. রাকিবুল ইসলাম।
তিনি তার উপস্থাপনায় বলেন, তামাক জনস্বাস্থ্য, পরিবেশ, খাদ্য নিরাপত্তা ও অর্থনীতির জন্য হুমকি। তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালীকরণের মাধ্যমেই এসব ক্ষয়ক্ষতি এড়ানোর পাশাপাশি প্রধানমন্ত্রীর তামাকমুক্ত বাংলাদেশ অর্জনের ঘোষণা বাস্তবায়ন করা সম্ভব।