চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষ্যে প্রাণবন্ত ও গঠনমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
মোমিনুল ইসলাম মোমিন
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
১৬তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস-২০২৩ উপলক্ষ্যে "রূপান্তরের অভিযাত্রায় সবার জন্য নিউরোবান্ধব অন্তর্ভুক্তিমূলক বিশ্বগঠন" এ প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ, চাঁপাইনবাবগঞ্জ-এ একটি প্রাণবন্ত ও গঠনমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মান্যবর জেলা প্রশাসক জনাব এ কে এম গালিভ খাঁন মহোদয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব আহমেদ মাহবুব-উল-ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক),চাঁপাইনবাবগঞ্জ। এছাড়াও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ রুহুল আমিন, চেয়ারম্যান, জেলা পরিষদ, চাঁপাইনবাবগঞ্জ; ডা. এস. এম. মাহমুদুর রশিদ, সিভিল সার্জন, চাঁপাইনবাবগঞ্জ; বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট মোঃ আব্দুস সামাদ এবং সমাজসেবাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ।