চাঁপাইনবাবগঞ্জে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা হেরোইন ও মাদক উদ্ধার
মোমিনুল ইসলাম মোমিন,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
বিজিবি কর্তৃক সীমান্ত এলাকায় ২৮০০০ পিস ইয়াবা, ০১ কেজি হেরোইন, ৭৭ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক প্রসংগে।
১৩ এপ্রিল রাত ০০২০ ঘটিকার পর থেকে বিভিন্ন সময়ে চকপাড়া, তেলকুপি এবং আজমতপুর সীমান্তে অত্র ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া এর নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে মালিকবিহীন ২৮০০০ পিস ইয়াবা, ০১ কেজি হেরোইন এবং ৭৭ বোতল ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়।
এ ব্যাপারে রহনপুর ব্যাটালিয়ন (৫৯বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্ণেল গোলাম কিবরিয়া বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী এবং বিজিবি মহাপরিচালক মহোদয় কর্তৃক ঘোষিত মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষে সীমান্ত এলাকায় অপারেশনাল কার্যক্রম বৃদ্ধি করাসহ বিশেষ টহল পরিচালনা করা হচ্ছে।