চাঁপাইনবাবগঞ্জে নেসকোর প্রকৌশলীর গাফেলতিতে লাইন সহকারী মিজানুর রহমানের মৃত্যু
মোমিন ইসলাম,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মিজানুর রহমান (৩২) নামে একজনের মৃত্যু হয়েছে। মৃত মিজানুর রহমান বরিশাল জেলার আটিপাড়া গ্রামের মৃত আব্দুর রহমান সরদারের ছেলে ও চাঁপাইনবাবগঞ্জ নেসকোর এক লাইনসহকারী হিসেবে কর্মরত ছিলেন।
বৃহস্পতিবার বিকেল সোয়া ৩টার দিকে জেলা শহরের হুজুরাপুর পাওয়ার হাউস এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী, নিহতের সহকর্মী, নেসকোর কর্মকর্তা-কর্মচারী ও হাসপাতাল সূত্রে জানা যায়, ৩৩ কেভি লাইনের ব্রেকার পড়ে গেলে ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে ঠিক করতে উঠেন নিহত লাইন সহকারী মিজানুর রহমান। কাজ শুরুর আগে তাকে লাইন সাট ডাউন (সংযোগ বিছিন্ন) করার কথা জানানো হয়। এতে কাজ শুরুর পর হঠাৎ বিদ্যুৎপৃষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হয় মিজানুর রহমান।
নেসকোর লাইন সাহায্যকারী জাহাঙ্গীর আলম জানান, উপরে লাইনের কাজ চলছিল। লাইন অফ ছিল না, তাই বিদ্যুৎপৃষ্ঠ হয়ে মারা গেছে। পরে আমরা তাকে উদ্বার করে হাসপাতালে নিয়ে আসি।
নেসকোর লাইনম্যান আফসারুল হক বলেন, ৩৩/১১ কেভির ওসিআর নষ্ট ছিল। ঊর্ধ্বতন কর্মকর্তাদের থেকে তা পরিবর্তন করার নির্দেশ আসে। লোকজন নিয়ে সেখানে যায়। সাট ডাউন ক্লিয়ারেন্স কর্মকর্তার নির্দেশে কাজ শুরুর সাথে সাথেই সট সার্কিট হয়। কাজ হচ্ছিল সেই লাইনে না হয়ে অন্য লাইনে সাট ডাউন করা হয়েছিল। কাজের জায়গায় নির্বাহী বা সহকারী প্রকৌশলীর উপস্থিতিতে সাট ডাউন করার কথা থাকলেও সেখানে ছিল নিয়মতান্ত্রিকভাবে একজন উপ সহকারী প্রকৌশলী।
সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) মাহফুজুল হক চৌধুরী জানান, নেসকোর লাইন সহকারী মিজানুর রহমান হুজরাপুল পাওয়ার হাউস এলাকায় ৩৩/১১ কে ভি বিদ্যুতের লাইন সংস্কার করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়। এসময় তাকে উদ্ধার করে ২৫০ শয্যাবিশষ্ট জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে আইনী প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হয়েছে।