চাঁপাইনবাবগঞ্জে ওদুদ এমপির দিক নির্দেশনায় মাস ব্যাপী ইফতার বিতরণ।
মোমিনুল ইসলাম মোমিন,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী,বঙ্গবন্ধু তনয়া,দেশরত্ন শেখ হাসিনা এমপির নির্দেশে এবং চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের সুযোগ্য সাধারণ সম্পাদক ও চাঁপাইনবাবগঞ্জ সদর ৩ আসনের মাননীয় সংসদ সদস্য জননেতা আব্দুল ওদুদ এমপির দিকনির্দেশনায় পবিত্র মাহে রমজান উপলক্ষে মাসব্যাপী রোজদার পথচারীদের মাঝে ইফতার বিতরণ কর্মসূচির আজ ১৭ তম দিন। উক্ত কর্মসূচির সম্মানিত উদ্বোধক ও সার্বিক সহযোগিতায় ছিলেন সাবেক সফল সভাপতি চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রলীগ ও চাঁপাইনবাবগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক, ফিরোজ রহমান কনক এবং বিগত ৩ বছর যাবৎ আয়োজনটি সফলভাবে পৃষ্ঠপোষকতা করছেন, নবাবগঞ্জ সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সফল সভাপতি ও উদীয়মান স্বেচ্ছাসেবক লীগ নেতা অলিদ হোসেন গালিভ।
মাসব্যাপী ইফতার বিতরণ কার্যক্রমটি শেষ রমজান পর্যন্ত চলমান থাকবে।।
স্থানঃ নবাবগঞ্জ সরকারি কলেজ, চাঁপাইনবাবগঞ্জ।
সময়ঃ রমজান মাসের প্রতিদিন বিকেল ৫ঃ৪৫ মিনিট।