চাঁপাইনবাবগঞ্জের ল্যাবওয়ান হাসপাতালে অদ্ভুত শিশুর জন্ম
মোমিন ইসলাম,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জ ল্যাবওয়ান হাসপাতালে মঙ্গলবার (৩০ মে) বিকালে ফুটফুটে জমজ ছেলে নবজাতকের জন্ম দেয় এক মা। দুই নবজাতকের মধ্যে একটি স্বাভাবিক হলেও অপর শিশুটি অদ্ভুত আকৃতির। লক্ষ্য করা যায়, নবজাতকের হার্ট বুকের ভিতর থেকে বাইরে আপ-ডাউন করছে। শিশু টিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
ল্যাবওয়ান হাসপাতালের এমডি মাইনুুল ইসলাম ডলার জানান, এই শিশুটির চিকিৎসা ঢাকা হার্ট ফাউন্ডেশনে করা সম্ভব। তবে এই চিকিৎসা ব্যয়বহুল হওয়ায় হতদরিদ্র বাবা-মায়ের পক্ষে চিকিৎসা করা সন্ধিহান।
কোনো স-হৃদয়বান মানুষের এই ব্যয়বহুল চিকিৎসার জন্য সাহায্যের আহ্বান জানান তিনি।
নবজাতকের হতদরিদ্র বাবা একজন মসজিদের ইমাম। ওই দুই নবজাতকের পিতা হলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের ঘাটনগর গ্রামের রুমেল হোসেনের ছেলে হাফেজ আব্দুল আহাদ। আব্দুল আহাদ নাচোল উপজেলার খোলশী জামে মসজিদে ইমামতি করেন।
নবজাতক জমজ শিশুর বাবা/মায়ের আকুল আকুতি চিকিৎসার জন্য পাশে দাঁড়ানোর।
কোন সহৃদয় ব্যক্তি সাহায্য পাঠাতে চাইলে সরাসরি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে শিশু বিভাগে যোগাযোগ করুন অথবা নবজাতকের বাবা,
হাফেজ মোঃ আহাদ আলি।
০১৬১১৩০২৭৬৮ অথবা
০১৭৫৫৯৯৮০৩১ (নগদ)।