চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ব্যাংক এশিয়ার উদ্বোধন ও ইফতার মাহফিল।
মোমিনুল ইসলাম মোমিন,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বোয়ালিয়া ইউনিয়নে ব্যাংক এশিয়া এজেন্ট ব্যাংকিং, হেল্প ডেক্সের উদ্বোধন করা হয়েছে। এই উপলক্ষ্যে মঙ্গলবার বিকেলে বোয়ালিয়া কাউন্সিল বাজারে আলোচনা সভা,ইফতার ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বোয়ালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামিউল আলম শ্যামলের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা খাতুন। অনুষ্ঠানে মূল বক্তব্য তুলে ধরেন ব্যাংক এশিয়ার এজেন্ট ব্যাংকিংয়ের চাঁপাইনবাবগঞ্জ জেলা ব্যপস্থাপক আতিকুর রহমান, ব্যবসায়ীক কর্মকর্তা রওশন জামিল, টিম লিডার হজরত আলী । বোয়ালিয়া ইউনিয়নের একসেবা ডিজিটাল সেন্টারের প্রতিনিধি অলিউল উসলাম ডালিমের সঞ্চালনায় অন্য অতিথিদের মধ্যে বক্তব্য দেন রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজের সাবেক উপাধ্যক্ষ মোকবুল হোসেন,কাশিয়াবাড়ী আলিম মাদ্রাসার সাবেক উপাধ্যক্ষ মাও.আব্দুর রশিদ, বোয়ালিয়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল হক, বোয়ালিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইউনুস আলী, টারবাইন কোম্পানির কান্ট্রি ডিরেক্টর মোহাম্মদ মারুফ ইসলাম প্রিয়াম, সমাজসেবক মাও. সাইদুর রহমান আল মাদানীসহ অন্যরা। আলোচনা শেষে ফিতা কেটে এই কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা খাতুন। পরে ইফতারের আয়োজন করা হয়।