চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্যবাহী আম বাজার ডাক হলো অর্ধকোটি টাকায়।
মোমিন ইসলাম,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে ঐতিহ্যবাহী আম ক্রয়-বিক্রয় বাজার ডাক হলো প্রায় অর্ধকোটি টাকায়।
২৭ মে শনিবার বেলা ১১ টার দিকে আম ফাউন্ডেশন ভোলাহাটের কার্যালয়ে খোলা ডাকের আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ফাউন্ডেশনের সভাপতি উম্মে তাবাসসুম, সহ সভাপতি মোঃ কামাল উদ্দিন, মোঃ মৌদুদুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ মুনসুর আলীসহ ফাউন্ডেশনের অন্যান্য সদস্যরা উপস্থিত থেকে ডাক কার্যক্রম অনুষ্ঠিত হয়।
এ সময় ডাকের শর্ত মেনে ৩৭ জন ডাককারী ৫০ হাজার টাকা করে জমা দিয়ে ডাকে অংশগ্রহণ করেন। ডাকে মোঃ বেলাল উদ্দিন ৪০লাখ ৫ হাজার টাকা সর্বোচ্চ দরদাতা হিসেবে ডাক প্রাপ্ত হন। এদিকে ফাউন্ডেশনের পায়খানা ১লাখ ২১ হাজার টাকায় সর্বোচ্চ দরদাতা হিসেবে লাল মোহাম্মদ ডাক প্রাপ্ত হন।
ভোলাহাট আম ফাউন্ডেশনে খোলা আম বাজার ডাকের সময় উপস্থিত ছিলেন সভাপতি, সাধারণ সম্পাদক সহ অন্যরা।