চাঁদপুরে বালু ভরাট কে কেন্দ্র করে চাচার ঘুষির আঘাতে ভাতিজার মৃত্যু, আটক ১
কাজী নজরুল ইসলাম, চাঁদপুর থেকে
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় ঘর উঠানোর জন্য ভিটা জমিতে বালু ভরাটকে কেন্দ্র করে বাক- বিতান্ডার এক পযার্য়ে চাচা কাউছারের এক ঘুষিতে সালামত ( ৩৪) মাটিতে লুটিয়ে পরে | সেখান থেকে পরিবারের লোকজন তাকে উদ্ধার উপজেলা স্বাস্থ্য কেন্দ্র নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ তামিম তাকে মৃত ঘোষণা করেন | শনিবার (০১ এপ্রিল) সকাল আনুমানিক সাড়ে ৮টার দিকে উপজেলার কালচো ইউনিয়নের তারা পাল্লা গ্রামের আমান উদ্দিন প্রধানিয়া বাড়ীর মসজিদের সামনে এই ঘটনা ঘটে।
সালামত ওই বাড়ীর রবিউল আলমের ছেলে। তিনি চাঁদপুর জেলা জজ আদালতের আইনজীবী পবিত্র লাল সরকারের সহকারী হিসেবে কাজ করতেন। গত ছয় মাস আগে তিনি বিয়ে করেছেন। কাউছার একই বাড়ীর মৃত আমির হোসেন প্রধানিয়ার ছেলে | এ ঘটনায় পুলিশ একজনকে আটক করে |
ঘটনার খবর পেয়ে হাসপাতালে ছুটে আসেন হাজীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ইউনুছ। তিনি বলেন, বিষয়টি জানার পর পুলিশের একটি দল আসামীকে আটক করার জন্য ঘটনাস্থল এলাকায় গিয়েছে। দ্রুত সময়ের মধ্যে তাকে আটকের চেষ্টা চলছে।
হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জোবাইর সৈয়দ বলেন, মৃতদেহটি ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হচ্ছে। আসামীকে ধরার জন্য কয়েকটি টিম প্রেরণ করা হয়েছে।